suchetan
কলকাতা: ‘সুচেতনা’ থেকে ‘সুচেতন’ হওয়ার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা৷ রূপান্তরকামীর (ট্রান্সজেন্ডার) সরকারি পরিচয়পত্র পেলেন সুচেতন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের ৫ তারিখে ওই পরিচয়পত্রটি হাতে পৌঁছেছে তাঁর৷ এর ভিত্তিতেই তিনি ‘ট্রান্সম্যান’ পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য কিছু শারীরিক পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে৷ সেগুলি সম্পন্ন হলেই ‘ট্রান্সম্যান’ পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন বুদ্ধ-সন্তান। তবে আপাতত ‘ট্রান্সজেন্ডার’ পরিচয়পত্র এবং পরিচয়ের সুবাদে ব্যাঙ্ক, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট-সহ নানাবিধ সরকারি নথিতে নাম এবং লিঙ্গ বদল করার জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
প্রসঙ্গত, লিঙ্গ পরিবর্তনের জন্য যে যে শারীরবৃত্তীয় পরিবর্তন এবং অস্ত্রোপচারের প্রয়োজন, ইতিমধ্যেই তা সম্পন্ন করেছেন সুচেতন। তবে কয়েকটি প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। সেগুলি সম্পন্ন হয়ে গেলেই সরকারি ভাবে ‘ট্রান্সম্যান’ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। যদিও মানসিকভাবে তিনি অনেকদিন ধরেই ট্রান্সম্যান৷ তাঁর এই সিদ্ধান্তের কথা যখন প্রথম প্রকাশ্যে এসেছিল, তখন বুদ্ধ-সন্তান বলেছিলেন, “আমি এখন ৪১ প্লাস। সিদ্ধান্তটা আমার। অনেকেই আমার মতো আছেন। তাঁদের পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়।”