কলকাতা: রাজ্যে সম্প্রতি চালু হয়েছে টেলি ক্লাসের সুবিধা, যার নাম 'বাংলার শিক্ষা- দূরভাষে'। টোল ফ্রি নম্বরে ফোন করলেই পড়ুয়ারা তার পড়াশোনা সংক্রান্ত যে কোনও বিষয় জানতে পারবে। এই প্রকল্পে একাধিক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে। আর প্রথম দিনেই এই পরিকল্পনায় বড়সড় সাফল্য দেখা দিল। প্রায় ১১ হাজারের মতো পড়ুয়া প্রথম দিনেই ফোন করে তাদের পড়া জেনে নিল।
আরও পড়ুন: প্রায়ত শ্যামল চক্রবর্তী, শ্রমিক নেতাকে হারাল বামফ্রন্ট
গতকাল থেকে চালু হয়েছে এই টেলি ক্লাস। মূলত প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্যের শিক্ষা মন্ত্রক। করোনায় টানা ছুটিতে পড়াশোনা ধাক্কা খেয়েছিল অনেকটাই। তার মধ্যে শুরু হয়েছিল অনলাইন ক্লাস। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের কাছে আধুনিক যন্ত্রপাতি যেমন স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি না থাকায় তাদের পড়তে হয়েছিল সমস্যায়। সেই সমস্যা থেকে তাদের উদ্ধার করতে বিকাশ ভবন একটি টেলিকম সংস্থার সঙ্গে চুক্তি করে এই পরিষেবা চালু করে। প্রথম দিনের সাফল্য দেখে এই প্রকল্পে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা আরও বাড়াতে চাইছে শিক্ষা মহল।
আরও পড়ুন: কর মুকুব থেকে কর্মী নিয়োগ, নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
পড়ুয়ারা ১৮০০ ১২৩ ২৮২৩ (টোল ফ্রি) নম্বরে ফোন করে জেনে নিতে পারবে নির্দিষ্ট বিষয়ের পড়া। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত এই নম্বর খোলা থাকছে। পড়ুয়াদের ফোন করে প্রথমে তাদের নাম ও ক্লাস বলতে হবে। তারপর কোন বিষয় নিয়ে জানতে চাইছে তা জানালেই সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। ছাত্র ছাত্রীরা বাংলা, হিন্দি ও ইংরাজির পাশাপাশি উর্দু, নেপালি, সাঁওতালি ভাষায় প্রশ্ন করতে পারবে। মূলত পড়াশোনা যাতে না থেমে থাকে এই করোনা আবহে তার জন্যেই বিকাশ ভবনের এই পদক্ষেপ।