করোনা রুখতে ৩ ‘T’-র সাফল্য! বাড়ছে দেশে সুস্থতার হার, মত বিশেষজ্ঞদের

করোনা ভয় মানুষকে ক্রমশ তাড়া করে বেরাচ্ছে। কিছুতেই এই মহামারীকে এড়ানো যাচ্ছে না। গত তিনি দিনে প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭ জন।

 

নয়াদিল্লি: করোনা পিছু ছাড়ছে না দেশবাসীর। দু’দিন আগেই সংক্রমণ সংখ্যা রেকর্ড গড়েছিল ৭৬ হাজারের। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ২৬৬ জন। এই হিসাবে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন।

করোনা ভয় মানুষকে ক্রমশ তাড়া করে বেরাচ্ছে। কিছুতেই এই মহামারীকে এড়ানো যাচ্ছে না। গত তিনি দিনে প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭ জন। এর মধ্যে শুক্রবার চেন্নাইয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার। শুক্রবার মেডিক্যাল বুলেটিন থেকে পাওয়া খবরে দেখা গিয়েছিল ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনা জিতে ফিরেছেন ৬০ হাজার ১৭৭ জন। এর সঙ্গেই সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন।

'টেস্ট', 'ট্র্যাক' এবং 'ট্রিট' বা 'ট্রিটমেন্ট' এই তিনটি পদ্ধতি সফলভাবে চলছে৷ আর তাই সাফল্যও মিলছে। দেখা গিয়েছে, দেশে ১.৮২ শতাংশ মৃত্যুহার কমেছে। ইদানিংকালে মৃত্যু হয়েছে ৬১ হাজার ৫২৯ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৭ লক্ষ ৪২ হাজার ২৩ জন। জানা গিয়েছে, মোট আক্রান্তের ২১.৯০ শতাংশ রোগী বর্তমানে চিকিৎসাধীন। করোনা সংক্রমণ যে পরিমান বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় সুস্থতার হার দ্বিগুন গতিতে বাড়ছে। ফলে এই পরিসংখ্যান অনেকটাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর মোট সক্রিয় আক্রান্তের মধ্যে ১৮ লক্ষ মানুষ ইতিমধ্যেই সেরে উঠেছেন। বিশেষজ্ঞরাও তাই তিন 'টি' এর সাফল্যকে অস্বীকার করছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =