বিজেপি’র ডেপুটেশনে বাইরের লোকও এবার বুথ এজেন্ট, তীব্র প্রতিবাদ তৃণমূলের

বিজেপি’র ডেপুটেশনে বাইরের লোকও এবার বুথ এজেন্ট, তীব্র প্রতিবাদ তৃণমূলের

78ba3979104b96e1c98acf412c8e0ee3

কলকাতা:  একের পর এক ঘটনায় ক্রমশ বাড়ছে ভোটের উত্তাপ৷ এবার বুথ এজেন্ট নিয়ে তরজায় যুযুধান দুই রাজনৈতিক শিবির৷ নির্বাচনী বুথে সাধারণত স্থানীয় বাসিন্দাদেরই বুথ এজেন্ট করা হয়৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের উদ্দেশে দীর্ঘ দিন ধরেই এই নিয়ম কার্যকর রয়েছে৷ কিন্তু নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে এই নিয়ম রাতারাতি পরিবর্তন করে দিয়েছে বিজেপি৷ এর ফলে গণতন্ত্র একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে৷ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়৷

আরও পড়ুন-  EVM-এ ঘাসফুলের বোতামে কালির দাগ! কীসের ইঙ্গিত? তুঙ্গে তরজা

তিনি বলেন, বিজেপি’র বুথ ভিত্তিক লোক না থাকার দরুন বাইরে থেকে লোক নিয়ে এসে, এমনকী অন্য রাজ্য থেকে বুথে লোক দিতে চাইছে বিজেপি৷ সে কারণেই  ডেপুটেশনের মাধ্যমে রাতারাতি এই নিয়মের বদল ঘটাচ্ছে৷ তাঁর কথায়, এত বড় সিদ্ধান্ত কোনও একটি রাজনৈতিক দলের ডেপুটেশনে সম্ভব নয়৷ কিন্তু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় রয়েছে৷ সে কারণেই ক্ষমতার বলে তারা এই নিয়ম লাগু করে দিল৷ এর জন্য কোনও সর্বদলীয় বৈঠকও ডাকা হল না৷ কারও মত জানতে চাওয়া হল না৷ ঠিক হয়ে গেল, যে কোনও জায়গার লোক বুথ এজেন্ট হতে পারবে৷ এটা গণতন্ত্রে সংসদীয় রীচিনীতির বিরুদ্ধে৷ এটা আইন বিরুদ্ধ৷ তৃণমূলের দাবি, এই নিয়ম অবিলম্বে বাতিল করুক নির্বাচন কমিশন৷ তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷ 

আরও পড়ুন- বাংলাদেশে গিয়ে বাংলার জন্য ভোট চাইছেন মোদী, ওঁনার ভিসা বাতিল হচ্ছে না কেন? বিস্ফোরক মমতা

সুব্রতবাবুর কথায়, অন্যান্য রাজনৈতিক দলগুলিও  এই বিষয়টি উপেক্ষা করতে পারে না৷ তাদেরও উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো৷ সুব্রতবাবু বলেন,  এটা একটা মারত্মক বিষয়৷ সকলেই জানেন, বুথ এজেন্ট মানেই ওই বুথের স্থানীয় লোক৷ যাঁরা ভোটারদের চেনেন, জানেন৷ ভোটারের বদলে অন্য কেউ এলে যাতে তাঁরা তাঁদের চিনতে পারেন৷ কিন্তু বিজেপি নিজেদের স্বার্থে এই নিয়মে বদল ঘটাল৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল৷ সুব্রত বাবু বলেন, বিজেপি ছাড়া কোনও রাজনৈতিক দল এতে সম্মতি দেবে না৷ বিজেপি নিজের স্বার্থ সিদ্ধির জন্যই এই কাজ করেছে৷ নির্বাচন কমিশনের কাছে এই মর্মে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে তৃণমূল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *