অভিষেককেই তৃণমূলের রাজ্য সভাপতি করা হোক! বক্সীর দাবি পত্রপাঠ খারিজ মমতার

অভিষেককেই তৃণমূলের রাজ্য সভাপতি করা হোক! বক্সীর দাবি পত্রপাঠ খারিজ মমতার

কলকাতা: শনিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বসেছিল তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক৷ উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ ওই বৈঠকেই তৃণমূলের রাজ্য সভাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন বর্তমান সভাপতি সুব্রত বক্সী। কিন্তু সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন মমতা৷ 

এদিন সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়েই এই প্রস্তাব করেন বক্সী৷ যদিও এ নিয়ে আর তাঁকে বেশি কথা বলতে দেননি মমতা৷ বক্সীকে থামিয়ে সাফ জানান, এখন এই প্রসঙ্গে আর আলোচনার প্রয়োজন নেই।

দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলের রাজ্য সভাপতি পদে রয়েছেন সুব্রত বক্সী। পাশাপাশি তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ শনিবার বক্তৃতার প্রায় শুরুতেই সুব্রত বলেন, ‘‘আমার শরীর খারাপ। তাই এখন আর রাজ্যের কোথাও সে ভাবে যেতে পারি না। শুধু ভবানীপুরের পার্টি অফিস আর তৃণমূল ভবনে যাই।’’ একথা বলার পরেই তিনি বলেন, ‘‘রাজ্য সভাপতির দায়িত্ব অভিষেককেই দেওয়া হোক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ও ভাল কাজ করছে। কী ভাবে জনসংযোগ যাত্রার মতো কর্মসূচি সামাল দিয়েছে, তা আমরা সবাই দেখেছি। তাই আমি বলব ওকেই রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক।’’ যদিও সেই আর্জি তৎক্ষণাৎ খারিজ করে দেন মমতা৷