কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্যের জামিনের শুনানি ছিল বৃহস্পতিবার৷ এদিন এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ এর পরেও তাঁকে আটকে রাখা হয়েছে। এবার তাঁকে জামিন দেওয়া হোক৷
আরও পড়ুন- এবার জাঁকিয়ে বসবে শীত! কিন্তু নিম্নচাপের প্রভাব কতটা পড়বে কলকাতায়?
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি৷ এদিন আদালকের সামনে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট জমা দিয়েছে এং সেখানে তাঁর মক্কেলের নাম নেই।
এর পরেই বিচারপতি জয়মাল্য বাগচী সুবীরেশের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘উপাচার্য বলে কি উনি অপরাধ করতে পারেন না?’ জবাবে সুবীরেশের আইনজীবী বলেন, ‘তাঁর মক্কেল ৮৮ দিন ধরে জেলে রয়েছেন। মামলার তদন্ত শেষ হয়ে গিয়েছে। সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। নতুন করে তদন্তের তো প্রয়োজন নেই।
তারপরই সিবিআই-এর কাছে বেঞ্চ জানতে চায়, ‘তদন্ত কি শেষ?’ সিবিআইয়ের আইনজীবী জানান, ‘পুনরায় তদন্ত চলছে।’ ইডি-ও এই মামলার তদন্ত করছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সুবীরেশকে গ্রেফতার করে সিবিআই। ৪২০এবং ১২০বি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>