‘অধিকারী পরিবার বেইমান নয়’, শুভেন্দুর তৃণমূল ছাড়ার জল্পনায় আক্ষেপ শিশির অধিকারীর

শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন শিশির অধিকারী। তাঁর মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা কখনই অমান্য করেনা অধিকারি পরিবার। এতদিন ধরে শুভেন্দুকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি বলেন, অধিকারী পরিবার বেইমান নয়। তৃণমূল ছেড়ে কোনও দিনই চলে যাবেন না শুভেন্দু।  তাঁর আক্ষেপ, এই বিষয়ে কেউ শুভেন্দুর মতামত জানতে চায়নি।

 

কলকাতা: শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে কয়েকদিন ধরেই জল্পনা চলছে৷ এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন শিশির অধিকারী। তাঁর মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কখনই অমান্য করে না অধিকারী পরিবার৷ এতদিন ধরে শুভেন্দুকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি বলেন, অধিকারী পরিবার বেইমান নয়। তৃণমূল ছেড়ে কোনও দিনই চলে যাবেন না শুভেন্দু৷ তাঁর আক্ষেপ, এই বিষয়ে কেউ শুভেন্দুর মতামত জানতে চায়নি।

গত কয়েক মাস ধরে পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও মন্ত্রীর তৃণমূল ছেড়ে দেওয়ার তথ্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল। সমস্ত জল্পনাকে মিথ্যা বলে উল্লেখ করে হাওয়ায় উড়িয়ে দিলেন শিশির অধিকারী। শিশির বাবুর বক্তব্য, ‘‌অধিকারী পরিবার মোটেই বেইমান নয়। তৃণমূল গড়ে ওঠার আগে কংগ্রেস করতাম। সেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে এলাম। কারণ কংগ্রেস তখন আর আগের কংগ্রেস ছিল না।' শিশির বাবুর কথায়, শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে। দিব্যেন্দুকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংসদ পদে বসিয়েছেন।

শিশির বাবু কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তাঁর ছেলে সৌমেন্দু সেখানকার চেয়ারম্যান। শিশির বাবু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে কারুর প্রশ্ন করাই উচিত নয়। ৩০ বছর আগে মমতা যদি দিল্লির চেয়ারে বসতেন তাহলে ভারতের আজকের মতো বেহাল দশা হত না। বিজেপির মতো কখনওই মমতা সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণ করতেন না।বরং ভারতীয় রেলকে যথার্থতা দান করতেন। ২০১১ এর পর থেকে এ রাজ্যের অর্থনৈতিক অবস্থা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল।কিন্তু বর্তমানে মোদী সরকার কোনও আর্থিক অনুদান দিচ্ছে না। বারবার কেন্দ্রের কাছে এ বিষয়ে জানালেও রাজ্যের এখনও ৫৩ হাজার কোটি টাকার অনুদান পাওনা আছে।

রবিবার যুব তৃণমূলের কর্মসূচী নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শিশির অধিকারী বলেছেন, 'বিজেপি শুধু চক্রান্ত, কুৎসা, অপপ্রচার করছে। দেশের বেকারত্ব সমস্যা উত্তরোত্তর বাড়ছে, কর্মসংস্থানের কোনও সুযোগ নেই বর্তমানে। সোশ্যাল মিডিয়ায় আমাদের পরিবারের সদস্যকে নিয়ে মিথ্যে প্রচার করছে। রাজনীতি হিসাবে ওরা শুধু টাকা চেনে। ওরা চায় টাকা দিয়ে সব কিছু কিনে নিতে। রাজ্যের যুবরা যেন বিজেপির ওই নোংরা ষড়যন্ত্রে পা না দেয়।' পাশাপাশি এখানে শিশির অধিকারী আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি উৎখাত করার ডাক দিয়েছেন। প্রসঙ্গত তৃণমূলের তরফে শনিবার হলদিয়া্র মঞ্জুশ্রী মোড়ে একটি ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর উদ্বোধন করেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 11 =