‘বামপন্থীদের মুখে ধর্মনিরপেক্ষতার বুলি মানায় না’, ব্রিগেড সমাবেশকে কটাক্ষ শুভেন্দুর!

‘বামপন্থীদের মুখে ধর্মনিরপেক্ষতার বুলি মানায় না’, ব্রিগেড সমাবেশকে কটাক্ষ শুভেন্দুর!

কলকাতা: রবিবার বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশে সেক্যুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকির উপস্থিতি নিয়ে এবার কটাক্ষের ঝড় উঠেছে বিজেপি নেতাদের মুখে৷ সংযুক্ত মোর্চা ব্রিগেড প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, ‘‘জোটের জয়ে মুখ্যমন্ত্রী হবেন মহম্মদ সেলিম, উপমুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকি৷ এবার আপনারাই ভাবুন জোটের অভিমুখ কোনদিকে?” পাশাপাশি বামফ্রন্টকে কটাক্ষ করে মেদিনীপুরের একটি পরিবর্তন মঞ্চ থেকে বলেন, ‘‘বামপন্থী নেতাদের মুখে আর ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো মানায় না। আপনার আসুন বিজেপিতে, যেখানে একটাই শ্লোগান ভারত মাতা কি জয়৷’’

এদিন শুভেন্দু আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘বাম-কংগ্রেস ব্রিগেডে যে লোক এনেছে, আমাদের তার চারগুন লোক আনতে হবে৷ দুই মেদিনীপুর থেকে দুই লক্ষ সমর্থক যাবেন ওইদিন৷” শুভেন্দুর পাশাপাশি বাম-কংগ্রেস জোটকে ‘তৃণমূলের সহযোগী’ বলে কটাক্ষ করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য৷ রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন, “সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করেছে বাম-কংগ্রেস জোট৷ জোটের সঙ্গে আব্বাস সিদ্দিকির সমীকরণ বিচার করবে বাংলার মানুষ৷” পাশাপাশি এদিন তিনি জোটকে কটাক্ষ করে বলেন, “এই জোট শহরের বুকে ফের খুনোখুনি ফিরিয়ে আনতে চলেছে৷” শমীক ভট্টাচার্য বলেন, জোটের উদ্দেশ্যই হল মানুষের সামনে তৃণমূল বিরোধিতা প্রদর্শন করে বেশ কিছু আসন হস্তগত করে তৃণমূলকে সাহায্য করা৷ এছাড়াও এদিন বিজেপি মুখপাত্র প্রশ্নের সুরে বলেন, “বর্তমান পশ্চিমবঙ্গে কি ধর্মনিরপেক্ষতা অবশিষ্ট থাকবে?”

উল্লেখ্য, রবিবার কলকাতার অলিন্দ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করে বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা। এদিনের সমাবেশে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উছ্বাস ও উন্মাদনা বাড়িয়ে বক্তব্য রাখেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি৷ এদিন তিনি বাংলার মাটি থেকে তৃণমূল ও কেন্দ্র থেকে বিজেপির উৎখাতের দাবি তোলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =