কলকাতা: যাঁরা ফ্যাশন ফ্রিক, তাঁরা প্রায় সকলেই হালফিলের স্টাইল সম্পর্কে ওয়াকিবহাল থাকেন৷ প্রিয় তারকাদের ওয়ারড্রোবে ঠিক কোন কোন ডিজাইনারের আউটফিট জায়গা করে নিচ্ছে, সেদিকেও তীক্ষ্ণ নজর থাকে তাঁদের৷ বলিউড এবং আন্তর্জাতিক তারকাদের থেকে তাঁরা হামেশাই ফ্যাশন টিপস সংগ্রহ করে থাকেন। তবে ফ্যাশন স্টেটমেন্টে পিছিয়ে নেই কিন্তু টলিউডও৷
আরও পড়ুন- প্রকাশ্যে প্রিয়াঙ্কা-কন্যা মালতী মেরি, কার মতো দেখতে হল ‘দেশি গার্ল’-এর মেয়ে? দেখে বলুত তো
শুধুই ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের উপর নজর নয়, টলিপাড়ার কুশীলবদের লুকস নিয়েও বেশ সচেতন ফ্যাশনপ্রেমীরা। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন কি শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিংবা মনামী ঘোষের বাম পায়ের গোড়ালিতে কালো সুতো বাঁধা থাকে৷ এটা কি তাঁদের স্টাইলিংয়ের অংশ? নাকি অন্য কোনও কারণ?
ক্যাজুয়াল লুককেও কীভাবে ক্লাসি করে তোলা যায়, তা বহুবারই বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ সম্প্রতি একটি ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী৷ এই লুক ক্রিয়েট করার জন্যে শুভশ্রী একটি ট্রাউজার পরেছেন। সঙ্গে টি-শার্ট৷ খোলা চুলে তিনি হয়ে উঠেছেন আদুরে৷ নিউট্রাল মেকআপে দুর্দান্ত লুক দেখাচ্ছে রাজ-ঘরণীকে। পায়ে রয়েছে সাদা স্নিকারস৷ বাম হাতে স্মার্ট ওয়াচ। সেই ছবিতে শুভশ্রীর বাম পায়ে কালো সুতো দেখা গিয়েছে৷
সম্প্রতি আরও একটি লুকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। সেখানে লেমন গ্রিন রঙের আউটফিট পরেছেন তিনি৷ রয়েছে একাধিক কাট আউট ডিটেলিং। এছাড়া বাম দিকে একটি স্লিট ডিটেলসও দেওয়া হয়েছে। যা এই পোশাকে এনে দিয়েছে বোল্ড টাচ। নিজের সৌন্দর্যকে ফ্লন্ট করার কোনও সুযোগই মিস করেননি নায়িকা৷ একইসঙ্গে ধরা পড়েছে তাঁর বাম পায়ে জড়িয়ে থাকা কালো সুতোটিও।
একই ভাবে মনামী ঘোষের পায়েও কিন্তু এই ধরনের কালো সুতো দেখা গিয়েছে৷ নিজের ট্রাভেল ডায়েরি থেকে বিনা মেকআপে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী৷ যা দেখে তাক লেগেছিল সকলেরই৷ এখানে মনামীকে দেখা গিয়েছে একটি ডেনিম শর্টসে৷ সঙ্গে কালো রঙের ট্যাংক টপ৷ এই পোশাকে প্রত্যেকের জন্যেই ট্রাভেল ফ্যাশন গোলস সেট করেছিলেন তিনি।
তবে শুধু শুভশ্রী বা মনামী নয়, অনেক মহিলাই বাম পায়ে কালো সুতো বেঁধে থাকেন। কিন্তু কেন তা জানেন কি? আসলে অনেকেরই বিশ্বাস, এই কালো সুতো পায়ে বাঁধা হলে ‘খারাপ নজর’ থেকে রক্ষা পাওয়া যায়। সঙ্গে সৌভাগ্য আসে। যা হয়, তা ভালোর জন্যে৷ এই বিশ্বাসেই মূলত পায়ে কালো সুতো বাঁধেন মহিলারা৷
তবে এই কালো সুতোকে কোনও কোনও ক্ষেত্রে স্টাইলিংয়ের অংশও হয়ে ওউঠতে দেখা গিয়েছে। বিশ্বাসের সঙ্গে ফ্যাশনের ককটেলে কালো সুতোকে নানা স্টাইলিশ লুকে বাজারজাত করেছে অনেক কম্পানিই। স্টোন বসানো বা নানারকম কারুকার্য করা কালো কার এখনে কিনতে পাওয়া যায় দোকানে। যাতে আপনার বিশ্বাসও বজায় থাকে আবার স্টাইলিংয়েও কোনও সমঝোতা করতে হয় না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>