কলকাতা: পাঁচ দিনেই ভোল বদল! রাজ্যের ‘ভোট হিংসা’ নিয়ে নিজের অভিমত বদলে ফেললেন ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ শিল্পী শুভাপ্রসন্ন। গত ১০ জুলাই ভোট হিংসা নিয়ে প্রবীণ শিল্পী বলেছিলেন, বাংলায় যে ভাবে হিংসা হচ্ছে তা দেশের আর কোথাও হয় না! এমনকি, নতুন করে রাজ্যে পালা বদলের ডাকও দেন তিনি৷ ফের মিছিল করার আহ্বানও জানান।
কিন্তু শনিবার হঠাৎই শুভাপ্রসন্নর গলায় ভিন্ন সুর৷ বললেন, ‘‘এখনও সেই সময় আসেনি। আমরা রুদালি নই যে, কাঁদতে কাঁদতে রাস্তায় নামব।’’ একইসঙ্গে শিল্পী আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতিকে কড়া হাতে নিয়ন্ত্রণ করেছেন।’’ প্রসঙ্গত, শুভাপ্রসন্ন যে দিন ‘পরিবর্তন’-এর পক্ষে সওয়াল করেন, তার পরদিন ছিল পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন৷ পর পর দু’দিন ধরে ফল প্রকাশিত হয়৷ তাতে দেখা যায়, গোটা রাজ্যে ফের সবুজ ঝড়৷ পঞ্চায়েতের তিনটি স্তরেই তারা কার্যত নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে শাসক দল। রাজনীতির কারবারিরা মনে করছেন, পঞ্চায়েত ভোটের ফল দেখেই শুভার এই ‘ভোলবদল’। শনিবার শিল্পী বলেন, ‘‘বাঙালি এমনিতেই রক্ত ভালবাসে। বিধান রায়ের সময়েও জ্যোতি বসুর মতো কাঁকড়া ছিল। খাদ্য আন্দোলন হয়েছিল। জুতো ছোড়াছুড়ি হয়েছিল। হঠাৎ করে সব বদলে যাবে কী করে?’’
শুভার সুর বদলে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর কথায় শুভাদার সুবুদ্ধি হয়েছে৷ তিনি বলেন, ‘‘শুভাদা এই ক’দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ পড়েছেন। তাই শুভাদারও সুমতি হয়েছে।’’ এর আগেও শুভার মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছিলেন কুণাল৷ তিনি বলেছিলেন, ‘‘ওঁর মাঝে মাঝে চুলকোয়। মলম লাগানো দরকার।’’