৪০-এও লাস্যময়ী! পাওলি থেকে স্বস্তিকা, চার অভিনেত্রীর হট লুক টেক্কা দেয় নতুনদেরও

৪০-এও লাস্যময়ী! পাওলি থেকে স্বস্তিকা, চার অভিনেত্রীর হট লুক টেক্কা দেয় নতুনদেরও

কলকাতা: স্টাইল স্টেটমেন্টে বরাবরই নজর কেড়েছেন বলিউড ডিভারা৷ কিন্তু রূপ লাবণ্যে কিছু কম যান না বং-বিউটিরাও৷ তাঁদের লুকস বারেবারে আমাদের সামনে ফ্যাশন গোলস সেট করেছে। টলিপাড়ার অভিনেত্রীদের স্টাইলিং বারবার প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। টলিপাড়ার সুন্দরীদের মধ্যে এমনও কয়েকজন অভিনেত্রী আছেন, যাঁদের গ্ল্যামার দেখে  বয়স বোঝার উপায় নেই। চল্লিশের দোরগোড়াতেও তাঁদের শরীর চুঁইয়ে পড়ে লাস্য৷ জোর টক্কর দেন নবাগতদেরও৷ এমনই চার অভিনেত্রীর সেরা লুক ফিরে দেখা যাক৷ যাঁদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ হয়ে থাকেন অনুরাগীরা! 

স্বস্তিকা মুখোপাধ্যায়-

তাঁর নামের সঙ্গে যেন জড়িয়ে রয়েছে বিতর্ক৷ তবে আজ বিতর্ক নয়, চর্চার বিষয় তাঁর শৈলী৷ পান্না সবুজ রঙের শাড়িতে নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর বোল্ড ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে৷ তেমনই বোল্ড স্টাইলিংয়েও মুগ্ধ করেছেন সকলকে৷ এই লুকটি ক্রিয়েট করার জন্যে অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি সবুজ শাড়ি৷ সেই শাড়ির পাড়ে যোগ করা হয়েছিল সিকুইন ফ্রিঞ্জ ডিটেলিং।

বহুরূপী শান্তিনিকেতনের সংগ্রহ থেকে শাড়িটি সিলেক্ট করেছিলেন স্বস্তিকা। সঙ্গে ছিল মাননসই প্লাঙ্গিং নেকলাইনের ব্লাউজ৷ মনোক্রম্যাটিক এই ব্লাউজের উপরে ছিল কাটদানা ওয়ার্ক৷ কাট আউট স্লিভ লুক দিয়ে যায় উষ্ণ ছোঁয়া! সব মিলিয়ে লাস্যময়ী স্বস্তিকা৷ 

স্বস্তিকা

পাওলি দাম-

তাঁর চোখের নেশায় ডুব দেয় আঠারো থেকে আশি৷। তাঁর সাবলীল অভিনয় এবং ব্যক্তিত্ব, তাঁকে অভিনয় জগতে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এই লুকটি ক্রিয়েট করতে লাল রঙের  শাড়ি বেছে নিয়েছিলেন পাওলি দাম। গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে এই সাজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে৷ লাল রঙের এই শাড়ির উপর ছিল অসাধারণ এমব্রয়ডারি ওয়ার্ক৷ শাড়ির সঙ্গে এলবো স্লিভের মনোক্রম্যাটিক ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। চুলে ছিল খোঁপা৷ সব মিলিয়ে চমৎকার লাগছিল পাওলিকে।

পাওলি দাম

রাইমা সেন- 

তাঁর রূপে অনেকেই খুঁজে পান মহানায়িকার ঝলক৷ তাঁর চাউনিতে ফিদা অগনিত পুরুষ হৃদয়৷ কালো রঙের এই শাড়িতে যেন স্বপ্নসুন্দরী হয়ে উঠেছিলেন রাইমা সেন। কালো শাড়ির বর্ডারে ছিল সরু গোল্ডেন ডিটেলিং৷ এই শাড়িতে বেশ দেখাচ্ছিল রাইমাকে৷ এই শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। কাট আউট স্লিভের ব্লাউজের উপর যোগ কার হয়েছিল গোল্ডেন ডিটেলিং৷ এই পোশাকে রাইমাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে, তাঁকে দেখেচোখ ফেরানো দায়।

রাইমা

জয়া এহসান- 

ওপার বাংলার তিনি অতি পরিচিত মুখ৷ তবে এপাড় বাংলাতেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়৷। একাধিক ভারতীয় ছবিতে অভিনয় করেছেন জয়া। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও, জয়ার গ্ল্য়ামার ২০-র তরুণীকেও হার মানবে৷ সম্প্রতি একটি ঢাকাই শাড়িতে ফটোশ্যুট করেন জয়া এহসান। ফিনফিনে পাতলা শাড়িতে জয়ার আগুন ঝরানো লুক সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়েছিল। স্লিভলেস ব্লাউজে জয়া হয়ে উঠেছিলেন মোহময়ী৷ 

জয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =