জোড়-বিজোড় ফর্মুলায় বিকল্প পঠনপাঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

জোড় ও বিজোড় উভয় সেমেস্টারের পঠন পাঠন যথাক্রমে ২৩ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অনলাইন মাধ্যমে নির্ভর করে বিকল্প পথেই শুরু হবে পড়াশোনা।

 

কলকাতা: জোড় ও বিজোড় উভয় সেমেস্টারের পঠন পাঠন যথাক্রমে ২৩ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অনলাইন মাধ্যমে বিকল্প পথেই শুরু হবে পড়াশোনা।

হোয়াটসঅ্যাপ ও ই-মেল গ্রুপ ব্যবহারের পাশাপাশি গুগল ড্রাইভে ভিডিও কলের মাধ্যমে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করবেন শিক্ষকরা। তাঁরা এখানেই পড়ুয়াদের স্টাডি মেটিরিয়াল দেবেন। প্রয়োজনে টপিক ধরে ধরে ভিডিও রেকর্ড করে পড়ুয়াদের কাছে তা প্রেরণ করবেন। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা উপাচার্য সুরঞ্জন দাসে'র কাছে প্রয়োজনে টেলিফোনের মাধ্যমে পড়াশোনা চালু করার আবেদন করা হয়েছিল। এর পাশাপাশি বলা হয়েছিল, যেসমস্ত পড়ুয়াদের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবা নেই, বিশ্ববিদ্যালয় তরফ থেকে তাদের তা দেওয়ার ব্যবস্থা করা হোক। এই প্রস্তাব বাস্তবায়িত করতে ফ্যাকাল্টি কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন যাদবপুরের উপাচার্য।

বৈঠকে উপাচার্য আলোচনা করে সিদ্ধান্তে আসেন ২৩ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে জোড় সেমেস্টারের বাকি পড়ে থাকা পড়াশোনা শেষ করে ফেলা হবে। এই সেমেস্টারে ক্লাস জুন মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে লকডাউন ঘোষণার ফলে ১৬ জুনের পরে কোনও ক্লাস নেওয়া যায়নি। তাই আর বিলম্ব না করে ১৩ সেপ্টেম্বরের মধ্যেই এর পাঠ চুকিয়ে দিতে চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু করা হবে বিজোড় সেমেস্টারের পড়াশোনা। পূর্বনির্ধারিত নীতি অনুযায়ি, এই বিজোড় সেমেস্টারের ক্লাস হওয়ার কথা ছিল জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। 'নিউ নর্মালে' তাই বিকল্প পথ বেছে নিয়ে অনলাইন মাধ্যমকে ভরসা করেই পঠন পাঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে এদিন ঠিক হয়েছে, কোন বিভাগের শিক্ষক কীভাবে পড়ুয়াদের পড়াবেন। পড়ানোর জন্য শিক্ষক কোন কোন মাধ্যমকে বেছে নেবেন, সেটা তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিষয়ে অন্তর্বর্তী মূল্যায়ন নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্র্যাক্টিক্যাল ক্লাসের ক্ষেত্রে পড়ুয়াদের কাছে ভিডিও পাঠিয়ে তার ডেটা পর্যালোচনা করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =