প্রার্থনা চলাকালীন বুকে ব্যথা, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু দক্ষিণ কলকাতার নামী স্কুলে ছাত্রীর

প্রার্থনা চলাকালীন বুকে ব্যথা, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু দক্ষিণ কলকাতার নামী স্কুলে ছাত্রীর

কলকাতা: স্কুলে প্রার্থনা চলার সময় আচমকাই বুকে তীব্র ব্যথা৷ প্রার্থনা হলেই সংজ্ঞাহীন হয়ে পড় বছর ১৪-র এক ছাত্রী৷  তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি৷ চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নামী একটি ইংরেজি মাধ্যম স্কুলে৷ 

এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী ছিল ওই কিশোরী৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই স্কুলে গিয়েছিল সে। সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলার সময় আচমকা অসুস্থ হয়ে পড়ে সে।  সংজ্ঞা হারালে স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। এর পরেই স্কুলের তরফে ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশকেও গোটা বিষয়টি জানানো হয়। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

তবে হার্ট অ্যাটাকেই ওই ছাত্রীর মৃত্যু বলে মনে করছেন ডাক্তারবাবুরা। হার্ট অ্যাটাক কোনও বয়স দেখে আসে না। গত কয়েক মাসে পরপর এমন ঘটনা ঘটেছে৷ এতে অশনি সঙ্কেত দেখছেন অভিজ্ঞ কার্ডিওলজিস্টরা। কারণ সম্প্রতি হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বহু গুণ বেড়ে গিয়েছে। জিনগত কারণে বা জন্মগতভাবেও পুরুষ ও মহিলাদের হার্টের রোগ দেখা দিতে পারে।