কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে এজেন্ট ছাড়াই খোলা হল স্ট্রংরুম। এই কেন্দ্র এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তাঁর অভিযোগ দলীয় এজেন্ট ছাড়াই এখানে খোলা হয়েছে স্ট্রং রুম৷
আরও পড়ুন- কার দখলে যাবে নীলবাড়ি? খুলতে চলেছে স্ট্রংরুম, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আজ সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে আমার ইলেকশন এজেন্ট এসে গিয়েছেন৷ আমাদের মেল করে জানানো হয়েছিল সাড়ে ছ’টায় স্ট্রং রুম খোলা হবে৷ অথচ তাঁকে ভিতরে ঢুকতে দিল না পুলিশ৷ দরজা খোলার পর আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে৷ এই কেন্দ্রে বিজেপি’র প্রার্থী রুদ্রনীল ঘোষ৷ তাঁর তরফে কোনও অভিযোগ আসেনি৷ কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে, সেটাই দেখার বিষয়৷ কারণ গণনা শুরুর আগে এই ধরনের অভিযোগ অত্যন্ত মারাত্মক৷ প্রার্থী, নেই এজেন্ট নেই অথচ খোলা হয়ে গেল স্ট্রং রুম৷