নয়াদিল্লি: দেশ জুড়ে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশই। দেশে প্রায় ১২ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২৮ হাজারের বেশি। রাজধানীর অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করেছিল। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার আপ্রাণ চেষ্টা করেছে এবং তার ফলও পেতে শুরু করেছে। করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কোনও ছাড় দিতে নারাজ দিল্লি সরকার। দিল্লি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, বিদেশ থেকে বিমানে দেশে ফিরলে সাত দিন নিজের খরচাতেই কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।
আরও পড়ুন: মাত্র ২ সপ্তাহে তছনছ গোটা পরিবার, করোনা প্রাণ নিল মা-ছেলের
দিল্লি সরকার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। তাতে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বিদেশ থেকে এলে তাঁকে সাতদিন নিজের খরচায়ই কোনও কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। সেখান থেকে সাত দিন থাকার পর বাড়িতে সাতদিন থাকতে হবে বলে দিল্লি সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানে দিল্লি পৌঁছনোর আগে যাত্রীদের একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে। দিল্লি পৌঁছনোর পর নিজেদের খরচে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে তাঁরা রাজি আছেন বলে সম্মতি জানিয়ে সই করার পরেই যাত্রীদের টিকিট দেওয়া হবে। গোটা বিষয়টির তদারকি করবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিদেশে থাকা ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন: আরও কি বাড়ানো হবে EMI ছাড়ের মেয়াদ? কী বলছেন বিশেষজ্ঞরা
করোনায় সংক্রামিতের সংখ্যার নিরিখে রাজধানী দিল্লি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বুধবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৫ হাজার ৯৬ এবং মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৯০। দিল্লি সরকারের এই কড়া অবস্থান কতটা কাজে দেয় সেটাই এখন দেখার।