সিংহের সঙ্গে প্রাণপণ লড়াই করছে সারমেয়! ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

সিংহের সঙ্গে প্রাণপণ লড়াই করছে সারমেয়! ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

bbad6df8f00fdc689fa1879aae4036a6

নয়াদিল্লি: সারমেয়র সঙ্গে বিড়াল কিংবা সাপের লড়াইয়ের কথাও শোনা যায়৷ কিন্তু তাই বলে সিংহ? হিংস্র পশুরাজের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠা তো দূরের কথা, তার চিন্তা পর্যন্ত সারমেয় কখনো করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু এদিন এমন একটি অস্বাভাবিক ঘটনাই সামনে এসেছে, সৌজন্যে ইন্টারনেট।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে জঙ্গলের মধ্যে একটি সারমেয় এক সিংহীর সঙ্গে তুমুল লড়াই করছে। ভারতীয় বনবিভাগের জনৈক কর্মী প্রবীণ কাসওয়ান সিংহী সারমেয়র লড়াইয়ের ওই ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেন। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই আপাত অসম্ভব কাণ্ডের ভিডিও।

ঠিক কী ছিল ওই ভিডিওতে ? দু-মিনিটের কাছাকাছি ওই ভিডিও ক্লিপটিতে দেখা গেছে একটি রাস্তার সাধারণ সারমেয় এক সিংহীর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একগ্রতায় তার চোখের পাতা পড়ছে না। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। সারমেয়র ডাক এবং সিংহীর গর্জনে এলাকায় কান পাতা দায় হয়ে পড়ে। কিছুক্ষণ লড়াই চালানোর পরে অবশ্য সারমেয়টি পিছু হটে, এবং অবশেষে এলাকা ছেড়ে চলে যায়।

স্বল্প দৈর্ঘ্যের ওই ভিডিও ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশের মাত্র ১ ঘণ্টার মধ্যেই ওই ভিডিওর দর্শক সংখ্যা ২০০০০ ছাড়িয়ে যায়। নেটিজেনরা এই ঘটনা নিয়ে যেমন বিস্মিত, তেমনি রসিক কমেন্ট করতেও ছাড়েন নি অনেকেই। প্রবীণ কাসওয়ান নামের বন দপ্তরের ওই কর্মী ট্যুইটারে এই ভিডিওটির উপর লেখেন, “জীবনে এমন আত্মপ্রত্যয় প্রয়োজন। সারমেয় বনাম সিংহ। এই ঘটনা পথ সারমেয়দের সঙ্গে বন্য প্রাণীদের সংস্পর্শের দিকটিকেও তুলে ধরে। সিংহের কথা কেবল নির্দেশ করার জন্য বলা হল, আসলে এটা একটা সিংহী।”

 

সারমেয় সিংহীর লড়াই দেখে কী বলছেন নেট নাগরিকরা? জনৈক ট্যুইটার ব্যবহারকারীর কথায়, “আকারে যে আদতে কোনো যায় আসে না, দিনের শেষে যে তোমার আত্মবিশ্বাসটাই কাজে লাগে, তারই এক অসাধারণ উদাহরণ।” এছাড়া অন্য এক ব্যবহারকারী রসিকতা করে বলেন, “সিংহীটার মনে হয় পেট ভরা ছিল। না হলে ওই কুকুরটা ওর মধ্যাহ্নভোজে পরিণত হয়ে যেত।” এমনই আরো অজস্র সরস কমেন্টে ভরে গিয়েছে ভাইরাল ওই ভিডিওর কমেন্ট বক্স৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *