শুক্রবার এই ছ’টি কোম্পানির শেয়ারে নজর রাখুন, পরামর্শ তিন বিশেষজ্ঞের

শুক্রবার এই ছ’টি কোম্পানির শেয়ারে নজর রাখুন, পরামর্শ তিন বিশেষজ্ঞের

3 stocks recomended

নয়াদিল্লি: শেয়ার বাজারে ওঠাপড়া তো লেগেই থাকে৷ শুক্রবার কোন কোন সংস্থার স্টকের উপরে নজর রাখবেন? পরামর্শ দিলেন বিশ্লেষকরা।

আপার ইন্ডাস্ট্রিজ  (Apar Industries)

আপার ইন্ডাস্ট্রিজের শেয়ারের ‘Buy’ রেটিং রেখেছেন ইয়েস সিকিউরিটিজের ইনস্টিটিউশনাল ইকুইটিজ বিভাগের প্রযুক্তিগত বিশ্লেষক অমিত ত্রিবেদী। তাঁর সুপারিশ, এই স্টকটি ৭১০০ টাকায় কেনার। কোম্পানিটির শেয়ারের টার্গেট প্রাইস ৭৬০০ টাকা৷ স্টপলস রাখা হয়েছে ৬৮৫০ টাকা৷ বৃহস্পতিবার শেয়ারটির দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) প্রায় ২.৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০৯৯.৪০ টাকা।

আইপিসিএ ল্যাবস (IPCA Labs)

সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট কুণাল কাম্বলে শুক্রবার IPCA Labsএর শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন৷ তিনি এই সংস্থাটির শেয়ার ১২৭৬.৫ টাকায় কেনার সুপারিশ করেছেন। কোম্পানিটির শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে ১৩৮৫.5 টাকা। স্টপলস রয়েছে ১২২২ টাকা। বৃহস্পতিবার এনএসই-তে এই সংস্থার শেয়ার দর বেড়েছিল প্রায় ৪.২৪ শতাংশ৷ দর দাঁড়ায় ১২৭৬.১৫ টাকায়।
 

পিবি ফিনটেক (PB Fintech)

শুক্রবার এই কোম্পানির শেয়ার কেনারও পরামর্শ দিয়েছেন কুণাল কাম্বলে। তিনি ১২৩১.২ টাকায় এই কোম্পানির শেয়ার কেনার সুপারিশ করেছেন। টার্গেট প্রাইস রয়েছে ১৩৫০ টাকা। স্টপলস রয়েছে ১১৬৫ টাকা। বৃহস্পতিবার এনএসই-তে এই সংস্থার শেয়ারের দাম ৩.৪১ শতাংশ বেড়ে হয়েছিল ১২৩১.২০ টাকা।

Coforge

শুক্রবার শেয়ার বাজারে গিয়ে এই সংস্থার শেয়ার ক্রয়ের সুপারিশ করলেন প্রভুদাস লিলাধরের টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট শিজু কুথুপালাক্কাল।  ৫৮১৯ টাকায় Coforge-এর শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানিটির শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে ৬৪৫০ টাকা। সংস্থার স্টপলস ৫৫০০ টাকা। গতকাল এনএসই-তে শেয়ারটির দাম ছিল ৫৮১৯.৪৫ টাকা।

Albert David

এই কোম্পানির শেয়ারের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে শিজু কুথুপালাক্কাল। ১১৬৭ টাকায় এই সংস্থার শেয়ার কেনার সুপারিশ করা হয়েছে। সংস্থাটির শেয়ারের টার্গেট প্রাইস ১৩৪০ টাকা। ১০৫৫ টাকা স্টপলস রাখা হয়েছে। বৃহস্পতিবার এনএসই-তে শেয়ারটির দাম ছিল ১১৬৭.৯০ টাকা।

HCC

সংস্থাটির শেয়ারটি কেনার পরামর্শ দিচ্ছেন শিজু কুথুপালাক্কাল। ৩৮.৩৫ টাকায় এই শেয়ার কেনার সুপারিশ করা হয়েছে। টার্গেট প্রাইস রাখা হয়েছে ৫১ টাকা। স্টপলস ৩৫.৫ টাকা। গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটির দাম ছিল ৩৮.৩৫ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =