রকেট গতিতে ছুটছে সেনসেক্স, মঙ্গলে লক্ষ্মীলাভে কোন কোন স্টক কিনবেন, বেচবেনই বা কী?

রকেট গতিতে ছুটছে সেনসেক্স, মঙ্গলে লক্ষ্মীলাভে কোন কোন স্টক কিনবেন, বেচবেনই বা কী?

imagesmissing

নয়াদিল্লি: বাজার খুলতেই দুরন্ত গতিতে ছুটতে শুরু করেছে সেনসেক্স-নিফটি। উর্ধ্বমুখী স্টকের গ্রাফ। যার জেরে প্রতিদিনই বেশ ভালো রিটার্ন পাচ্ছেন লগ্নিকারীরা। পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও দিন ৭৫ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে শেয়ার সূচক। এই আবহে মঙ্গলবার ট্রেডিংয়ের জন্য রইল সেরা ১০টি স্টকের সলুক সন্ধান৷ 

Axis ব্যাঙ্ক: মঙ্গলবার ব্লক ডিলের মাধ্যমে এক্সিস ব্যাঙ্কের অবশিষ্ট শেয়ার বিক্রি করবে প্রাইভেট ইক্যুইটি ফার্ম বেইন ক্যাপিটাল। এই সংস্থার প্রতিটি স্টকের দাম ঘোরাফেরা করবে ১,০৭১-১,০৭৬ টাকার মধ্যে। এই স্টককে বাই ক্যাটেগরিতেই রেখেছেন বিশেষজ্ঞরা।

টাটা মোটরস: এপ্রিল মাসের শুরু থেকেই দুর্দান্ত রিটার্ন দিচ্ছে টাটা মোটরসের শেয়ার। ২০২৩-২৪ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে ১১ শতাংশ বেড়েছে টাটা জাগুয়ার ল্যান্ড রোভার গাড়ির বিক্রি। সেই প্রভাব স্টক মার্কেটের উপর পড়বে বলেই জানাচ্ছে ব্রোকারেজ ফার্ম।

রিলায়েন্স: ভারতের টেলিকম বাজারের ৪০ শতাংশের মালিক রিলায়েন্স গোষ্ঠী। লাফিয়ে বাড়ছে তাদের গ্রাহক সংখ্যা৷ রিলায়েন্সের স্টক থেকে ৩০ শতাংশ পর্যন্ত লাভ মিলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ 

SBI লাইফ: লম্বা সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে যে কোনও ট্রেডারের কাছেই ভালো অপশন হতে পারে SBI লাইফ। ১৫১৮ টাকায় বিক্রি হচ্ছে এর এক একটি শেয়ার। 

প্রেস্টিজ গ্রুপ:  রান্না ঘরের অতি পরিচিত প্রেস্টিজ৷ ২০২৩-২৪ অর্থবর্ষে ২১,০৪০ কোটি টাকার রান্নাঘরের সামগ্রী বিক্রি করেছে এই সংস্থা। এপ্রিলে পড়তেই বাড়তে শুরু করেছে এই কোম্পানির স্টকের গ্রাফ। প্রেস্টিজ-এর স্টককেও বাই ক্যাটেগরিতে রেখেছে ব্রোকারেজ ফার্ম।

মুথুট মাইক্রোফিন: কোচির মাইক্রোফিনান্স এই সংস্থার আর্থিক বৃদ্ধি হয়েছে ৩২ শতাংশ। ২০২৪ সালের মার্চ মাসে এর মার্কেট ক্যাপ বেড়ে হয়েছে ১২,১৯৪ কোটি টাকা।

গ্ল্যান্ড ফার্মা: মঙ্গলবার ৪.৪ শতাংশ স্টক বিক্রি করতে পারে দু’টি ফার্মা কোম্পানি নিকোম্যাক মেশিনারি এবং আরপি অ্যাডভাইসরি সার্ভিসেস। এই দুই স্টকের উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও ম্যাল্টিব্যাগার হতে পারে ইয়েস ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, দিলীপ বিল্ডকন ও সিজি পাওয়ার মতো কোম্পানির শেয়ার। স্মল ও মিড ক্যাপ সংস্থার এই স্টক বাজার কাঁপাতে পারে বলেই স্টক বিশেষজ্ঞদের অনুমান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *