এই পাঁচ শেয়ারে বিনিয়োগ করেছেন? আপনি হতে পারেন মালামাল

এই পাঁচ শেয়ারে বিনিয়োগ করেছেন? আপনি হতে পারেন মালামাল

নয়াদিল্লি: শেয়ার বাজারে ওঠা-পড়া লেগেই রয়েছে। মঙ্গলবার অনেকটাই পড়েছিল নিফটি৷ তবে ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স। ফলে এই অবস্থায় স্টক কেনা-বেচার আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নজর থাকুক মিড ক্যাপ কোম্পানিগুলির দিকে৷ এই পাঁচ স্টক থেকে আপনি পেতে পারেন বৈম 

উইপ্রো- বাম্পার লাভ হতে পারে উইপ্রোর শেয়ার থেকে৷ গত কয়েকদিন ধরেই উইপ্রোর শেয়ারের গ্রাফ উর্ধ্বমুখী। সেই কারণেই একে বাই ক্যাটেগরিতে রাখা হয়েছে। বাজারে ৪৬৪ টাকায় বিক্রি হচ্ছে উইপ্রোর স্টক। বিশেষজ্ঞরা এতে টার্গেট ও স্টপ লস রেখেছে যথাক্রমে ৫০০ টাকা ও ৪৫০ টাকা৷ 

ইন্ডিয়ান টোবাকো কোম্পানি (ITC)- উইপ্রোর পরেই বিশেষজ্ঞদের বিচারে রয়েছে ITC-র শেয়ার৷ ৪৪০ টাকায় বিক্রি হওয়া এই সংস্থার শেয়ারের দাম দিনের শেষে পৌঁছতে পারে ৪৮০ টাকায়। এই স্টকে স্টপ লস রাখা হয়েছে ৪২৫ টাকা৷ এই স্টকটি হয়ে উঠতে পারে মাল্টিব্যাগার৷ অনুমান ব্রোকারেজ ফার্মের।

হ্যাপিয়েস্ট মাইন্ডস- এই কোম্পানির শেয়ারের দাম যাচ্ছে ৮২২ টাকা। এর টার্গেট প্রাইস রাখা হয়েছে ৮৯০ টাকা। স্টপ লস সেট করা হয়েছে ৭৯০ টাকা৷ 

সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশানস- এই কোম্পানির শেয়ারে বুলিশ ট্রেন্ড আসতে পারে। ৫৭০-৫৭২ টাকায় বিক্রি হওয়া এই সংস্থার শেয়ারে টার্গেট ও স্টপ লস ধরা হয়েছে যথাক্রমে ৬১০ টাকা ও ৫৫০ টাকা৷ 

ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড- এই খাবারের কোম্পানির শেয়ারে দাম ঘোরাফেরা করছে ৮৮০-৮৫০ টাকার মধ্যে। দিনের শেষে যার দান উঠতে পারে ৯৪০ টাকায়৷ এই স্টকের স্টপ লস রাখা হয়েছে ৮৬০ টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *