মামলা সরতেই CBI তদন্ত বন্ধের আর্জি, বিচারপতি অমৃতা সিংহের এজলাসে আবেদন রাজ্যের

মামলা সরতেই CBI তদন্ত বন্ধের আর্জি, বিচারপতি অমৃতা সিংহের এজলাসে আবেদন রাজ্যের

0e71583de2098b47ccd9a51f3309434b

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুর দুর্নীতির হদিস পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। দুর্নীতির অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের হতেই পুর এক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই মামলার সরেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে৷ এবার পুর মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে।এদিকে, মামলা সরতেই বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে  সিবিআই তদন্তের পুরনো নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। আগামী সোমবার শুনানির সম্ভাবনা৷ 

 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মূল দুটি মামলা চলছিল। সেই দু’টি মামলা করেছিলেন সৌমেন নন্দী এবং রমেশ মালিক। নিয়োগ দুর্নীতির সেই দুটি মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম বারের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই দুটি মামলাও গিয়েছে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে। এদিন প্রাথমিক নিয়োগের মামলাকারী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিম এবং রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের আবেদন, কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে স্থগিতাদেশ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরে ওই তদন্তের অগ্রগতি কী, তা জানতে চাওয়া হোক সিবিআইয়ের কাছে। সেই আবেদনের শুনানিও হবে আগামী সোমবার।