প্রথম দফার ভোটে রাজ্য পুলিশকে বুথের দায়িত্ব! নজরে মাও-প্রভাবিত ঝাড়গ্রাম!

প্রথম দফার ভোটে রাজ্য পুলিশকে বুথের দায়িত্ব! নজরে মাও-প্রভাবিত ঝাড়গ্রাম!

কলকাতা: শনিবার রাজ্যে প্রথম দফায় নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ পাঁচ জেলার ৩০টি আসনের মোট ১০ হাজার ২৮৮টি বুথে ভোট নেওয়া হবে৷ বুথে ভোটারদের লাইন নিয়ন্ত্রণে ১২ হাজার রাজ্য পুলিশকে ব্যবহার করা হবে৷

অন্যদিকে, মাওবাদী প্রভাবিত হওয়ায় ঝাড়গ্রামের এক হাজার ৩৬৭টি বুথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সেখানে মোট ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দফতর সূত্রে জানা গিয়েছে৷ এছাড়াও বাঁকুড়ায় এক হাজার ৩২৮,  পশ্চিম মেদিনীপুরে ২০ হাজার ৪৩৭, পুরুলিয়ায় ৩ হাজার ১২৭টি বুথ রয়েছে৷ বেশিরভাগ বুথের উপর আলাদাভাবে নজর রাখা হবে৷

কিছু কিছু এলাকায় ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অতিরিক্ত নিরাপত্তায় ইতিমধ্যেই কয়েকটি জেলার সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে৷ বর্তমানে রাজ্যে যে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আগামীকাল তার মধ্যে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *