সাক্ষরতা অভিযানে বেশ পিছিয়ে বাংলা, সেরার সেরা বাম শাসিত রাজ্যে! বলছে সমীক্ষা

সম্প্রতি ন্যাশনাল স্ট্যাটিসটিকাল অফিস বা এনএও একটি রিপোর্ট পেশ করেছে তাতে দেখা গিয়েছে রাজ্যে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। শুধু তাইই নয় সাক্ষরতার হারে পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে প্রথম ১০ এ রয়েছে। পাশাপাশি ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে প্রথম ৫ এ স্থান পেয়েছে অসম রাজ্য।

 

কলকাতা ও নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল স্ট্যাটিসটিকাল অফিস বা এনএও একটি রিপোর্ট পেশ করেছে৷ তাতে দেখা গিয়েছে রাজ্যে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে৷ শুধু তাইই নয় সাক্ষরতার হারে দেশের ২৯টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দশম স্থান পয়েছে৷ পাশাপাশি ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, প্রথম পাঁচে স্থান পেয়েছে অসম রাজ্য৷ শীর্ষে রয়েছে বাম শাসিত কেরল৷ 

ন্যাশনাল স্ট্যাটিসটিকাল অফিসের প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরিতার হার বৃদ্ধি ঘটেছে কেরলে৷  রিপোর্টে জানানো হয়েছে, কেরলের সাক্ষরতার হার বর্তমানে ৯৬.২ শতাংশ। পাশাপাশি সাক্ষরতার ক্ষেত্রে মহিলা ও পুরুষদের ব্যবধান এই রাজ্যে দেশের মধ্যে সবচেয়ে কম৷ অর্থাৎ বাম শাসিত কেরল এখন সাক্ষরতার হারে ভারতের সমস্ত রাজ্যের থেকে এগিয়ে৷ রিপোর্টে সাক্ষরতার হারের ক্ষেত্রে সবার শেষে রয়েছে অন্ধ্রপ্রদেশ৷ অন্ধ্রে সাক্ষরতার হার ৬৬.৪ শতাংশ৷

রিপোর্টে কেরলের পর নাম রয়েছে দিল্লির৷ অর্থাৎ দিল্লি সাক্ষরতার হারে দ্বিতীয় স্থান দখল করেছে৷ রিপোর্ট অনুসারে, দিল্লির সাক্ষরতার হার হল ৮৮.৭ শতাংশ। অন্যদিকে তৃতীয় স্থান অধিকারী রাজ্য হল উত্তরাখণ্ড। এই রাজ্যের সাক্ষরতার হার রিপোর্ট অনুযায়ী, ৮৭.৬ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে হিমাচল প্রদেশ। সেখানকার সাক্ষরতার হার ৮৫.৯ শতাংশ।

তালিকায় দশম স্থানে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ৮০.৫ শতাংশ৷ রিপোর্ট রিপোর্টে জানা গিয়েছে, সামগ্রিক ভাবে গোটা ভারতে সাক্ষরতার হার ৭৭.৭ শতাংশ। পাশাপাশি, শহরাঞ্চলে এই সাক্ষরতার হার ৮৭.৭ শতাংশ এবং গ্রামে এই হার ৭৩.৫ শতাংশ। সামগ্রিক ভাবে দেশের পুরুষ ও মহিলাদের মধ্যে সাক্ষরতার হার যথাক্রমে ৮৪.৭ শতাংশ ও ৭০.৩ শতাংশ। গত ২০১৭ সালের জুলাই মাস থেকে গত ২০১৮ এর জুন মাস পর্যন্ত ১ বছরের একটি সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে এনএসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − ten =