কলকাতা: চোরাপথে নেপাল থেকে চা চালান রুখতে তৎপর রাজ্য৷ কোনও ভাবেই যাতে পড়শি দেশ থেকে চা রাজ্যে ঢুকতে না পারে তার জন্য নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।
আরও পড়ুন- হাইকোর্টের দ্বারস্থ মাদক কাণ্ডে জড়িত বিজেপি নেত্রী পামেলা
বেআইনি চোরাচালান রুখতে সীমান্তে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যসচিব এইচকে দ্বিবেদিকে নির্দেশ দিয়েছেন বলেও নবান্ন সূত্রে খবর৷ উল্লেখ্য কেন্দ্রীয় আইন থাকলেও চা পর্ষদের তথ্য অনুযায়ী গত তিন বছরে ৩৬.৯২ মিলিয়ন কেজি নিম্নমানের চা নেপাল থেকে চোরাপথে এনে তা দার্জিলিং চায়ের সঙ্গে মিশিয়ে দেশের বাজারে বিক্রি করা হয়েছে। এর ফলে দার্জিলিং চায়ের সুনাম অনেকটাই নষ্ট হয়েছে। তদন্তে গোটা বিষয়টি ধরা পড়ার পরেই কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় রাজ্য৷
আরও পড়ুন- রাখতে হবে ভ্যাকসিন-সিরিঞ্জের সামঞ্জস্য, বড় সিদ্ধান্ত রাজ্যের
প্রসঙ্গত কিছু দিন আগে শিলিগুড়িতে চা-বাগান মালিকরা শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে অভিযোগ করেছিলেন, কিছু অসাধু ব্যবসায়ী নেপাল থেকে চা আমদানি করে তা দার্জিলিং চায়ের সঙ্গে মিশিয়ে সেটাকে দার্জিলিং চা হিসাবে বাজারে বিক্রি করছেন। এর ফলে, দার্জিলিংয়ের প্রায় ৮৫টি চা-বাগানে উৎপাদিত চা-র সুনাম ও সুখ্যাতি নষ্ট হচ্ছে৷ এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বেচারাম মান্না৷ তদন্তে দেখা যায় চা বাগান মালিকদের অভিযোগ সর্বৈব সত্য৷ প্রসঙ্গত, নেপালের সঙ্গে চুক্তি অনুযায়ী, নেপালে উৎপাদিত চা বিনাশুল্কে ভারতে আমদানি করা যায়৷