কলকাতা: রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর। বোনাস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪,২০০ টাকা বোনাস ঘোষণা করা হলেও বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের কর্মীরা কমও পেতে পারেন বোনাস। এমনকী, নাও পেতে পারেন। কী, কী শর্ত রয়েছে বিজ্ঞপ্তিতে? জানুন, কারা কারা পাবেন বোনাস, আর কারাই বা পাবেন না?
এককথায়, রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ৩৪,২৫০ টাকার কম হলে ৪,২০০ টাকা বোনাস পাবেন তাঁরা। একাধিক সংবাদমাধ্যমে এই তথ্য প্রচার হলেও ১৩ মে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে।
সেই নিয়ম অনুসারে, বেতন নয়, এমলুমেন্টের ভিত্তিতে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। এই এমলুমেন্ট বিষয়টি মধ্যে সম্পূর্ণ বেতনের সমার্থক নয়। রোপা ২০০৯ নিয়ম অনুসারে এমলুমেন্ট যা হবে, রোপা ২০১৯ অর্থাৎ রিভাইজড পে স্ট্রাকচার অনুযায়ী এমলুমেন্ট হবে আলাদা। রোপা ২০০৯-এর অন্তর্ভুক্ত রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে বেসিক পে, পার্সোনাল পে, স্পেশাল পে, ডিএ, ডেপুটেশন অ্যালাওয়েন্স, স্টেনো অ্যালাওয়েন্স যোগ করে এমলুমেন্টের হিসেব করতে হবে।
অন্যদিকে রোপা ২০১৯-এ অন্তর্ভুক্ত যাঁরা, তাঁদের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স অনুযায়ী বেসিক পে ও নন-প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স যোগ করে এলুমেন্টের হিসেব কষতে হবে। ৩১ মার্চ, ২০২০-এ ওই এমুলমেন্ট হতে হবে ৩৪,২৫০ বা তার কম। তবে রোপা ২০১৯ নিয়মের অন্তর্ভুক্ত যাঁরা, তাঁদের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চে এমুলমেন্ট ৩৪,২০০ টাকার বেশি হলেও যদি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সেই কর্মী যদি অন্তত ৬ মাস তাঁর এমুলমেন্ট ওই নির্ধারিত রাশির তুলনায় কম দেখাতে পারেন, তাহলেও তিনি ৪,২০০ টাকা বোনাস পেতে পারেন।
যাঁরা চাকরিতে নতুন জয়েন করেছেন, তাঁদের ক্ষেত্রে রয়েছে অন্য শর্ত। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে অন্তত ৬ মাস ধারাবাহিক ভাবে চাকরি করতে হবে পাশাপাশি তাঁদের ক্ষেত্রেও এমুলমেন্ট হতে হবে ৩৪,২৫০ টাকা বা তার কম। তবে তাঁরা নির্ধারিত ৪,২০০ টাকা বোনাস নাও পেতে পারেন। তাঁদের ক্ষেত্রে যত মাস তাঁরা চাকরি করেছেন, তাকে ১২ দিয়ে ভাগ করে সেই রাশিকে ৩১ মার্চের এমুলমেন্টের সঙ্গে গুণ করতে হবে। এই হিসেব অনুসারেই নির্ধারিত হবে তাঁদের বোনাস। তবে বোনাসের ঊর্ধ্বসীমা ৪,২৫০ টাকা।