mahata
কলকাতা: পশ্চিমবঙ্গে বসবাসকারী মাহাতোদের তফসিলি জনজাতি হিসেবে ঘোষণা করা হোক৷ এই দাবি দীর্ঘ দিনের। সেই দাবি মেনেই এবার রাজ্যে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তাঁদের সংখ্যা জানতে সমীক্ষা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এ কথা জানান মমতা। সেই সঙ্গে তিনি এও জানান, মাহাতোদের তফসিলি জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়ার এক্তিয়ার রাজ্যের নেই। এই স্বীকৃতি দিতে পারে কেন্দ্র৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আদিবাসী ও মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাতে চাই না। আপনাদের যা যা দাবি আছে আমরা করে দেব। মাহাতোদের দীর্ঘ দিনের দাবি আছে, তাদের তফসিলি জনজাতি হিসাবে ঘোষণা করা হোক। কিন্তু, এটা আমার হাতে নেই। আপনারা আমাকে দোষ দেবেন না। তবে আমরা শুরু করেছি। কোন কোন জিয়োগ্রাফিক অঞ্চলে মাহাতরা থাকেন আমরা দেখব। তাদের একটা পার্সেন্টেজ, একচুয়াল পার্সেন্টেজ জানতে একটা সার্ভে করছি।’’