state govt
কলকাতা: শর্ত সাপেক্ষে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-কে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানাল রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, একই দিনে পাঁচটি কর্মসূচি রয়েছে। তাদের প্রশ্ন, কী ভাবে এই সভার অনুমতি দেওয়া সম্ভব? এক সঙ্গে এতগুলি কর্মসূচি নিয়ন্ত্রণে সমস্যা হবে পুলিশের। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাই কোর্টে গেল রাজ্য। আজ শুক্রবারই এই আবেদনের শুনানি৷ ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল আইএসএফ। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা হাই কোর্টের দ্বারস্থ হয়। এবার পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেল রাজ্য৷