১০০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক নির্মাণের ঘোষণা রাজ্যের, হবে কর্মসংস্থান

রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির দিকে নজর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাত ধরেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ফলে এই জটিল সামাজিক পরিস্থিতিতে সেই দিকে আরও উন্নতির ব্যবস্থা নিতে তৎপর তৃণমূল সরকার। বুধবার মন্ত্রীসভার বৈঠকে, রাজের বিভিন্ন জেলায় মোট ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক তৈরির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

 

কলকাতা: রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির দিকে নজর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাত ধরেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ফলে এই জটিল সামাজিক পরিস্থিতিতে সেই দিকে আরও উন্নতির ব্যবস্থা নিতে তৎপর তৃণমূল সরকার। মন্ত্রীসভার বৈঠকে, রাজের বিভিন্ন জেলায় মোট ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক তৈরির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

এদিন বৈঠকের পরে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই রাজ্যে এ ধরনের মোট ১৪ টি শিল্প পার্ক গঠন করেছে রাজ্য সরকার। সফলতার সঙ্গে রাজ্যের একাধিক বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে কাজ পেয়েছেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুলিও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সেই উদ্যোগকে উৎসাহ দিতেই রাজ্য সরকার আগামী দিনে একাধিক জেলায় আরও ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলার বিপুল পরিমাণ বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার।

এই ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক গড়ে তুলতে উদ্যোক্তাদের পরিকাঠামো নির্মাণের সবরকম সহায়তা করবে তৃণমূল সরকার। পাশাপাশি এদিন রাজ্য তরফে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে আরও একাধিক কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে। শিল্প পার্ক গুলিতে গড়ে ওঠা বিভিন্ন শিল্প উদ্যোগকে ভবিষ্যতে আরও বিস্তৃত করতে চায় রাজ্য সরকার। বৈঠক শেষে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বাবু আরও বলেন, মূল রাস্তা থেকে সংশ্লিষ্ট শিল্প পার্কের প্রকল্প এলাকায় পৌঁছতে দেড় কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করে দেওয়া হবে রাজ্য সরকার তরফে। পাশাপাশি পার্কে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে সেদিকেও লক্ষ্য দিয়েছে রাজ্য সরকার। এই ব্যাপারে বিনামূল্যে পাওয়ার স্টেশন গড়ার প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এছাড়াও জমির জন্য বিপুল পরিমাণ হারে স্ট্যাম্প ডিউটি নেওয়া হয়। এদিন রাজ্য সরকার তরফে আলাপন বাবু আশ্বাস দেন, এই স্ট্যাম্প ডিউটিও মুকুব করার কথা ভাবছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =