আসছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী! খরচ বাবদ ৩৫০ কোটি বরাদ্দ করল রাজ্য

প্রাথমিক ভাবে কেন্দ্রীয় বাহিনীর যাবতীয় খরচ জোগাতে হয় রাজ্যকেই

c3ccef26ed9c96812b36184ed7f471eb

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ক্রমবর্ধমান ভোটের উত্তাপ সামাল দিতে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারের ভোটও হচ্ছে রেকর্ড দফায়। এর আগে কখনো আট দফার নির্বাচন দেখেনি বাংলা। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর খরচ সংক্রান্ত তথ্য এদিন সামনে এসেছে সংবাদমাধ্যমের। 

ভোট চলাকালীন রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সাধারণত তাদের খরচ চালায় রাজ্য। জানা গেছে, প্রথম পর্যায়ে আগত কেন্দ্রীয় বাহিনীর খরচ বাবদ ইতিমধ্যে প্রায় ৬১ কোটি টাকা দেওয়া হয়েছে পুলিশ প্রসাশনকে। এখানেই শেষ নয়, রাজ্যের অর্থ দফতরের তরফে আরো প্রায় ৩০০ কোটি টাকা এই খাতে বরাদ্দ করার কথা ভাবা হচ্ছে। রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্যেই এই নজিরবিহীন অর্থ বরাদ্দের সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। 

নবান্ন সূত্রের খবর, আরো ৩০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে আরো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছলে সেই অনুযায়ী অর্থ দফতরের ছাড়পত্র পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে। আট দফার গোটা নির্বাচনটিতে এবছর প্রায় সাড়ে ৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর এই সংখ্যা ভোটের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আট দফার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যে ৫টি রাজ্যে চলতি বছরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে একমাত্র বাংলাতেই এত বেশি দফায় ভোট করা হচ্ছে, আসছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও। কেন্দ্রীয় বাহিনীর যাবতীয় খরচ ভোট চলাকালীন রাজ্য সরকারকে বহন করতে হলেও পরে খরচের হিসেব দাখিল করলে কেন্দ্রের তরফে অর্ধেক পরিমাণ অর্থ রাজ্যকে ফিরিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *