সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার

কলকাতা: সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার। ২০২১ সালের বাজেটে আবাসন ক্ষেত্রে স্বল্প মেয়াদে সম্পত্তি রেজিস্ট্রেশন বা নথিভুক্তির জন্য স্ট্যাম্প…

Junior doctors protest West Bengal Junior doctors protest West Bengal

কলকাতা: সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার। ২০২১ সালের বাজেটে আবাসন ক্ষেত্রে স্বল্প মেয়াদে সম্পত্তি রেজিস্ট্রেশন বা নথিভুক্তির জন্য স্ট্যাম্প ডিউটির উপর ২% ছাড় ঘোষণা করেছিল রাজ্য। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল৷ পাশাপাশি কোনও এলাকার সম্পত্তির সরকারি দামও (সার্কল রেট) কমানো হয়েছিল ১০%। নবান্ন লিখিত ভাবে জানিয়েছে, ছাড় দু’টি ১ জুলাই থেকে আর কার্যকর থাকছে না।

সোমবারই অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কোভিড অতিমারির সময় অর্থনৈতিক কারণে এই ছাড় ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি বিবেচনা করে এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *