বন্দি-সাক্ষাতে করোনার কোপ, নিষেধাজ্ঞা রাজ্যের

বন্দি-সাক্ষাতে করোনার কোপ, নিষেধাজ্ঞা রাজ্যের

কলকাতা: করোনার জেরে এবার জেল বন্দিদের সঙ্গে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য কারা দপ্তর৷ বাংলার সমস্ত জেলার এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে৷  জেলে বাইরে অপ্রয়োজনী ভিড় রুখতে বন্দি সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে৷

কারা দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্দিদের সঙ্গে কোনও ভাবেই দেখা করতে পারবেন না তাদের পরিজনেরা৷ কেননা, বন্দিদের সঙ্গে দেখা করার জন্য জেলের বাইরে ভিড় জমান তাঁদের পরিবারের সদস্যরা৷ দিনে অন্তত একবার জেল বন্দিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা চালু আছে৷ আর তার জেরে প্রত্যেকটি জেলে জেলের বাইরে সাধারণ  ভিড় লেগেই থাকে৷ গেটের বাইরে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, তা নিশ্চিত করতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত বন্দিদের সঙ্গে সাক্ষাৎকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এই নির্দেশিকা ইতিমধ্যেই প্রত্যেকটি জেল কর্তৃপক্ষকে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷

করোনা সর্তকতা হিসেবে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ ভিড়, জমাতে নিষেধাজ্ঞা রয়েছে৷ সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল-কলেজ৷ পর্যটনকেন্দ্রগুলি পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে৷ ভিড় এড়িয়ে চলার জন্য সতর্ক করা হচ্ছে৷ করোনা রুখতে  ইতিমধ্যেই আগামী রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =