ধর্মতলার ‘শাহি’ সভায় অনুমতি! সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দরবারে রাজ্য

ধর্মতলার ‘শাহি’ সভায় অনুমতি! সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দরবারে রাজ্য

state

কলকাতা: ধর্মতলায় ‘শাহী’ সভা নিয়ে জট৷  লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় সভা করার পরিকল্পনা করেছিল বঙ্গ বিজেপি। সেই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিল তারা। কিন্তু, গেরুয়া শিবিরকে সভা করার অনুমতি দেয়নি পুলিশ৷ অনুমতি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া ব্রিগেড। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সভা করার আর্জি জানানো হয়৷ শুনানির সময় বিচারপতি মান্থা বলেছিলেন, “স্বাধীন দেশে যে কেউ যে কোনও জায়গায় যেতে পারেন, কারণ উল্লেখ না করেই সভার অনুমতি বাতিল করার উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগছে।” বিচারপতি মান্থার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসের দ্বারস্থ হল রাজ্য। ফলে শাহী সভা ঘিরে ফের তৈরি হল অনিশ্চয়তা৷ 

আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় জনসভা করার অনুমতি চেয়েছিল বিজেপি৷ এর জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয় বঙ্গ বিজেপি। তাদের আর্জি ছিল, ধর্মতলায় সিইএসসির অফিস ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করার অনুমতি দেওয়া হোক৷ সেই সভা ঘিরে ঘনাল অনিশ্চয়তার মেঘ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =