state
কলকাতা: সম্পূর্ণ ক্ষতিপূরণ নি দিলে কোনও জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। অধিগ্রহণ সংক্রান্ত এক মামলায় এমনই রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইন ২০১৩-র ৩৮ নম্বর ধারা অনুযায়ী সরকার সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ করতে পারে না।
চাঁচলের সঙ্গে জাতীয় সড়ক ৮১-র সংযোগ গড়ে তুলতে বাইপাস তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়। এর জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণও দিয়েছে৷ তবে ক্ষতিপূরণের অঙ্কে সন্তুষ্ট নয় এক জমির মালিক। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত তাঁর আবেদন গ্রহণ করে।
ওই জমির মালিক তাঁর আবেদনে বলেন, জমি অধিগ্রহণ এবং পূর্নবাসন আইন ২০১৩-র ৩৮ ধারা অনুযায়ী সরকার সঠিক এবং স্বচ্ছ ক্ষতিপূরণ দেওয়ার পরই জমি অধিগ্রহণ করতে পারবে। সম্পূর্ণ ক্ষতিপূরণ দিলেই জমি নিতে পারবে সরকার৷