ত্রাণ নিয়ে দুর্নীতি? সরাসরি ‘দাদাকে বলো’, শুনবেন দিলীপ ঘোষ

আমফানের ক্ষতিপূরণ পাননি? এবার অভিযোগ শুনবেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনই পদক্ষেপ করল রাজ্য বিজেপি। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন দিলীপ ঘোষের সঙ্গে। সূত্রের খবর, সেই অনুসারে একটি ওয়েবসাইটও চালু করল রাজ্য বিজেপি।

bd01f15234004fbcba8699facb0a2eaf

 

কলকাতা: আমফানের ক্ষতিপূরণ পাননি? এবার অভিযোগ শুনবেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনই পদক্ষেপ করল রাজ্য বিজেপি। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন দিলীপ ঘোষের সঙ্গে। সূত্রের খবর, সেই অনুসারে একটি ওয়েবসাইটও চালু করল রাজ্য বিজেপি।

আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে মমতা সরকারের দুর্নীতির অভিযোগ বারবার তোলা হয়েছে বিজেপি-র তরফে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার সরব হয়েছেন বিষয়টি নিয়ে। এবার ক্ষতিপূরণ বন্টনের বিষয়টিতে নজর রাখতে চালু হল ওয়েবসাইট। বিধ্বংসী আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও যদি সরকারি ত্রাণ থেকে আপনি বঞ্চিত হন, তাহলে amderdilipda.in/cyclone-amphan এই লিঙ্কে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন দিলীপ ঘোষের সঙ্গে।

সেই অনুসারে পদক্ষেপ করবে বিজেপি। সংবাদসূত্রে এমনটাই জানা গেছে। এই মুহূর্তে আমফান ছাড়াও রাজ্যবাসীর অন্য কোনও সমস্যার কথা ওই লিঙ্কের মাধ্যমে দিলীপ বাবুকে জানানো যাবে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে আমফানের জেরে রাজ্যবাসী যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা কিছুটা লাঘবের ক্ষেত্রেও সদর্থক ভূমিকা নেবে এই নতুন পদক্ষেপ, এমনটাই মনে করছেন বিজেপি-র সদস্যরা।


 

'দাদাকে বলো' নিয়ে গত বছরের আগস্ট মাস থেকেই শুরু হয়েছিল জল্পনা। যদিও তখন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় খোঁচা মেরেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতিকে। 'আগে কিছু করে দেখান। তারপর তো মানুষ দাদাকে বলবে', এমনই মন্তব্য করেছিলেন তিনি।

এছাড়াও এই প্রসঙ্গে তিনি দিলীপ বাবুকে কটাক্ষ করে আরও বলেছিন, 'বিজেপির দাদা দিলীপ ঘোষ নিজেই বাংলার সমস্যা। ওঁকে সমস্যার কথা বলে কী হবে? উনি কি পশ্চিমবঙ্গের ইতিহাস জানেন? মানুষের পাশে দাঁড়িয়েছেন? বাংলার কৃষক আন্দোলন সম্পর্কে জানেন?' যদিও সেই সমস্ত মন্তব্য উড়িয়ে দিয়ে রাজ্য সরকারের আমফান ত্রাণ নিয়ে 'দুর্নীতি'র বিরুদ্ধেই মারণাস্ত্র হতে চলেছে 'দাদাকে বলো', এমনই মনে করছেন বিজেপি সমর্থকরা। শুরু হয়েছে তার প্রচারও। ওয়েবসাইট লিঙ্ক: www.amaderdilipda/cyclone-amphan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *