আপনি কি সিনিয়র সিটিজেন? তাহলে মিলবে চড়া হারে সুদ! বাম্পার রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক

নয়াদিল্লি: লোকসভা ভোটের মাঝে ভীষণ ভাবেই আপ-ডাউন করছে শেয়ার বাজার৷ ফলে অনেকেই নিশ্চিত বিনিয়োগের হদিশ খুঁজছে৷ যেখানে ভালো রিটার্ন মিলবে৷ সেক্ষেত্রে লগ্নির সবচেয়ে জনপ্রিয় প্রকল্প…

নয়াদিল্লি: লোকসভা ভোটের মাঝে ভীষণ ভাবেই আপ-ডাউন করছে শেয়ার বাজার৷ ফলে অনেকেই নিশ্চিত বিনিয়োগের হদিশ খুঁজছে৷ যেখানে ভালো রিটার্ন মিলবে৷ সেক্ষেত্রে লগ্নির সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হতে পারে ফিক্সড ডিপোজিট (FD)। সম্প্রতি এফডি-র উপর বার্ষিক সুদের হারে বড় বদল করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এর ফলে কতটা উপকৃত হবেন প্রবীণ নাগরিকরা? এবার সামনে এল সেই তথ্য।

 

দেশের সিনিয়র সিটিজেন বা ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য স্টেট ব্যাঙ্কে যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, তাতে এক, তিন ও পাঁচ বছরের জন্য লগ্নির সুযোগ রয়েছে। সাধারণ গ্রাহকদের থেকে প্রবীণ নাগরিকরা বেশি সুদ পেয়ে থাকেন দেশের সবচেয়ে বড় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। এক বছরের এফডি-তে ৭.৩০ শতাংশ, তিন বছরের এফডি-তে ৭.২৫ শতাংশ ও পাঁচ বছরের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হবে বলেছে জানিয়েছে এসবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *