দেড় কোটি মানুষের জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য

দেড় কোটি মানুষের জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য

36f2501e78e7403e1e17f4e569fef417

কলকাতা:  ১ মে থেকে সারা দেশজুড়ে শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ৷ ১৮ ঊর্ধ্ব সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে টিকার জন্য আবেদন জানাল রাজ্য৷ সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও টিকা সরবরাহের আর্জি জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- নির্বাচন শেষ, এবার এক্সিট পোল! দেড় মাসের লড়াইয়ের শেষে কে হাসবে শেষ হাসি?

রাজ্যের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি হাসপাতালে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য ভ্যাকসিনের ২ কোটি ডোজ প্রয়োজন৷ পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে ৫০ লক্ষ মানুষকে টিকা দেওয়ার জন্য প্রয়োজন ভ্যাকসিনের ১ কোটি ডোজ৷ ১ মে থেকে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি৷ তার আগে সব মিলিয়ে  দেড় কোটি বঙ্গবাসীর জন্য ৩ কোটি ডোজ চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে৷ এই বিষয়ে একটি চিঠিও ইস্যু করা হয়েছে৷ উল্লেখ্য, এর আগে কোমর্বিডিটি রয়েছে এমন ৪৫ ঊর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের কোভিড টিকা দেওয়া হয়েছে৷ এবার থেকে ১৮ বছরের বেশি সকলকে এই টিকা পাবে৷ উল্লেখ্য, ৪৫ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা রাজ্য সরকার আগেই জানিয়েছিল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *