পোস্টাল ব্যালটের শুরুর ট্রেন্ড, কিছুটা এগিয়ে তৃণমূল

পোস্টাল ব্যালটের শুরুর ট্রেন্ড, কিছুটা এগিয়ে তৃণমূল

617e00a9b5bfe81c30d2f5419c73b43d

কলকাতা:  ২০১১ এবং ২০১৬ সালে বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা ভোটে দেখা গিয়েছিল পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে থেকেছে৷ তবে এবার শুরুর ট্রেন্ডটা সামান্য অন্য৷ এখনও পর্যন্ত একটা রাউন্ডও শেষ হয়নি৷ তবে এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে এগিয় তৃণমূল৷ 

আরও পড়ুন- ‘হৃদরোগে আক্রান্ত’ এজেন্ট, চূড়ান্ত অব্যবস্থা পানিহাটি গণনা কেন্দ্রে

পোস্টাল ব্যালটের দুটি ভাগ রয়েছে৷ এর মধ্যে একটি ভাগ সার্ভিস ব্যাটলটের৷ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ৪৪টি আসনে এগিয়ে রয়েছে৷ বিজেপি এগিয়ে রয়েছে ৪০টি আসনে৷ সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে দুটি আসনে৷ হেস্টিংসেও চলছে পোস্টাল ব্যালটের গণনা৷ তবে ফলাফল এখনও আসেনি৷ এখানে টালিগঞ্জ কেন্দ্রের ভোট গণনা হচ্ছে৷ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি’র ভিআইপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস৷ সকাল ৬টা থেকেই হেস্টিংসের গণনা কেন্দ্রে উপস্থিত হন বাবুল৷ পাশাপাশি বজবজ ও মেটিয়া বুরুজ কেন্দ্রের গণনাও হচ্ছে এখানে৷ 
 

এদিকে পোস্টাল ব্যালেটের ভোটে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি, রানাঘাট দক্ষিণ, স্বরূপ নগর, চাপরায় এগিয়ে তৃণমূল৷ ভাটপাড়া, বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণে বিজেপি এবং হাওড়া, মিনাখা, তৃণমূল কংগ্রেস এগিয়ে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *