কলকাতা: করোনাকালে বহু মানুষই কাজ হারিয়ে বেকার৷ বন্ধ হয়েছে রোজগারের পথ৷ সেই সকল মানুষকে রোজগারের নুতন দিশা দেখাবে এই মেগা প্ল্যান৷ পাশাপাশি যাঁরা চাকরি করছেন তাঁরাও এশুরু করতে পারেন এই ব্যবসা৷ ভাবছেন কী ব্যবসা? এমন এক ব্যবসার সন্ধান রয়েছে যা প্রচুর উপার্জনের সুযোগ করে দেবে আপনাকে৷ মিলবে সরকারি ভর্তুকিও৷
আরও পড়ুন- মাস পয়লা থেকে বদলে গেল বেতন, পেনশন, চেকবই, EMI-এর নিয়ম
কাঠের আসবাবের ব্যবসা প্রচুর মুনাফা দিতে পারে আপনাকে৷ সর্বোপরী এই ব্যবসায় আপনি সরকারি সাহায্যও পেয়ে যাবেন৷ কাঠের ব্যবসার ক্ষেত্রে ৭৫-৮০ শতাংশ পর্যন্ত ঋণের সুবিধাও পাওয়া যেতে পারে৷ কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনায় ছোট ব্যবসয়ীদের ক্ষেত্রে বড় সুবিধা দেওয়া হয়েছে৷ এই প্রকল্পে নতুন করে কারবার শুরু করা যেতে পারে৷ এই ব্যবসা করার জন্য ১.৮৫ লক্ষ টাকা থাকতে হবে৷ মু্দ্রা স্কিমের অন্তর্গত ব্যাঙ্ক থেকে কম্পোজিট লোনে ৭.৪৮ লক্ষ টাকা পাওয়া যাবে৷ কাঠের আসবারের ব্যবসা করার জন্য ফিক্সড ক্যাপিট্যাল ৩.৬৫ লক্ষ টাকা ও তিন মাসের ব্যাঙ্কিং ক্যাপিট্যাল ৫.৭০ লক্ষ টাকার প্রয়োজন হয়৷ এই ব্যবসা থেকে বিপুল পরিমাণ লাভ করা সম্ভব৷ এখান থেকে ৬০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত মুনাফা হতে পারে৷
এছাড়াও মুদ্রা যোজনায় ছোট উৎপাদন উদ্যোগ, দোকানদার, ফলমূল ও শাকসবজি বিক্রেতা, কারিগর, কৃষির সঙ্গে জড়িত ক্রিয়াকলাপ যেমন, মৎস্য চাষ, মৌমাছি পালন, হাঁস-মুরগি পালন, গ্রেডিং, বাছাই, একীকরণ কৃষি শিল্প, ডায়েরি, ফিশারি, কৃষিকাজ এবং কৃষিজমীকরণ কেন্দ্র, খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি (ফসল এর লোন, জমির উন্নতি যেমন খাল, সেচ এবং কূপ ইত্যাদি বাদ দিয়ে) কাজেও লোন পাওয়া যায়৷