বিজেপির প্রার্থী হচ্ছেন রুদ্রনীল-সুমন-অঞ্জনা? ইঙ্গিত মিলছে গেরুয়া শিবিরে

বিজেপির প্রার্থী হচ্ছেন রুদ্রনীল-সুমন-অঞ্জনা? ইঙ্গিত মিলছে গেরুয়া শিবিরে

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের ময়দানে দিন দিন নিজেদের মাটি শক্ত করে জয়ের দাবি তুলছে গেরুয়া শিবির। দলে যোগ দিয়েছেন অনেক নবাগত, যার মধ্যে রয়েছেন রুপোলি পর্দার অনেকেই। আর তাদের আসন্ন নির্বাচনে প্রার্থী করার ব্যাপারে অন্য ভাবনা ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কানাঘুঁষো শোনা যাচ্ছে, শুধুমাত্র কলকাতাতেই নয়, তারকা নেতাদের প্রার্থী করা হতে পারে জেলার বিধানসভা কেন্দ্রেগুলি থেকে। গেরুয়া শিবির সূত্রে জানা গেছে, জেলায় প্রার্থী হওয়ার দৌড়ে আপাতত প্রথম সারিতে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অঞ্জনা বসু। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি, এমনটাই শোনা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে। চলতি সপ্তাহেই দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকে আসন্ন নির্বাচনের প্রার্থীতালিকা নির্ধারণ করা হতে পারে বলে শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

ইতিমধ্যে একঝাঁক তারকা যোগদান করেছেন বিজেপিতে৷ আজ যোগ দিলেন টলিতারকা শ্রাবন্তী৷ আরো কয়েকজন তারকা শিল্পী বিজেপিতে খুব শীঘ্রই যোগদান করতে পারেন, এমনটা জানা গেছে বিজেপি সূত্রে। গত মাসেই দিল্লিতে গিয়ে পদ্ম-পতাকা হাতে তুলে নিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর তাকে এবারের নির্বাচনে প্রার্থী করতে মরিয়া বিজেপি। অবশ্য এই বিষয়ে রবিবার অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, “আমি দলের অনুগত কর্মী। আমাকে প্রার্থী করার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দলের যেকোনো সিদ্ধান্ত ও নির্দেশ আমার শিরোধার্য৷” এদিকে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে গত ২০১৬ বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। তাই তারও এবার প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা কাজ করছে। আর এই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি দলের অনুগত এক সৈনিক। দল যেভাবে চাইবে সেভাবেই আমি কাজ করবো৷” এছাড়াও, প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন বিজেপির সাত বছরের কর্মী অভিনেত্রী অঞ্জনা বসু। আর এই বিষয়ে তিনি বলেন, “দল কোনো দায়িত্ব দিতে চাইলে আমি অবশ্যই পালন করব৷”

তবে কোন কেন্দ্রে কোন তারকা নেতা প্রার্থী হবেন বা হতে পারেন, সেই ব্যাপারে মুখ খোলেননি কোনো নেতা। তবে গ্রামীন বা মফঃস্বল এলাকায় তারকা শিল্পীদের প্রার্থী করার ব্যাপারে বিজেপির এক নেতা বলেছেন, “জেলা এবং মফঃস্বল অঞ্চলের মানুষরা খুব সহজেই এঁদের সঙ্গে নিজেকে সম্পর্ক স্থাপন করতে পারেন। কারণ ওইসব এলাকার মানুষ প্রতিদিন এইসব তারকাকে টিভিতে দেখছেন এবং তাঁদের চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হচ্ছেন৷” সূত্রের খবর, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে ১৪৯টি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীতালিকা দিল্লিতে পাঠিয়েছে রাজ্য বিজেপির কোর কমিটি এবং এই তালিকায় সাতজন তারকার নাম রয়েছেন বলে শোনা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =