‘বাংলার মাটি বাংলার জল’, এবার দাঁড়িয়েই গাইতে হবে রাজ্য সঙ্গীত, বার্তা মমতার

‘বাংলার মাটি বাংলার জল’, এবার দাঁড়িয়েই গাইতে হবে রাজ্য সঙ্গীত, বার্তা মমতার

stand up

কলকাতা:  এবার থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে গাওয়া হবে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’। জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। সোমবার বিধানসভার নতুন সংগ্রহশালা উদ্বোধন করার পর এমনই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ভূমিকার কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী৷ 

গত ৭ সেপ্টেম্বর বিধানসভা রাজ্য সঙ্গীত সংক্রান্ত বিল পাশ করে তৃণমূল সরকার। ররীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকেই তাঁরা রাজ্য সঙ্গীত হিসাবে বেছে নেয়৷ বিধানসভার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ দিন আরও জানান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও বাংলার সঙ্গীত গাওয়া হবে। এদিন বিধানসভার সংগ্রহশালা উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা। অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘এখানে রবীন্দ্রনাথ, নজরুল এবং আম্বেদকরের মূর্তি বসুক। স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় সংগ্রহশালা দেখার সুযোগ দেওয়া হোক। বিদেশি অতিথিরাও এখানে আসুক।’’ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে বলেন মমতা। গান গাওয়ার সময় সকলকে উঠে দাঁড়ানোর আর্জিও জানান। মুখ্যমন্ত্রী বলেন, এখান থেকেই শুরু হল৷ এবার থেকে রাজ্য সঙ্গীত গাওয়ার সময় সকলকেই উঠে দাঁড়াতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =