ফের শিরোনামে হাথরস, ধর্মীয় অনুষ্ঠানে তুমুল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২৭

লখনউ: ফের শিরোনামে উত্তর প্রদেশের হাথরস৷ ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরাসে এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার পদপিষ্টের ঘটনায় গোটা দেশে…

লখনউ: ফের শিরোনামে উত্তর প্রদেশের হাথরস৷ ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরাসে এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার পদপিষ্টের ঘটনায় গোটা দেশে আলোড়ন ফেলে দিল৷

মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের৷ নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা বলে আশঙ্কা করা হচ্ছে। সিকান্দরারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে এদিন ভোলে বাবা সৎসঙ্গে এক ধর্মগুরুর বক্তৃতার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে বিশেষ তাঁবু ফেলা হয়েছিল। কিন্তু ধর্মগুরুর ভাষণের মাঝেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়ির জেরে পদদলিত হয়ে মৃত্যু হয় ২৭ জনের। নিহতদের মধ্যে একজন পুরুষ, ২৩ জন মহিলা এবং ৩জন শিশু বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *