৭ হাজার শূন্যপদে ১৯ জেলায় নিয়োগ, শুরু অনলাইন রেজিস্ট্রেশন

৭ হাজার শূন্যপদে ১৯ জেলায় নিয়োগ, শুরু অনলাইন রেজিস্ট্রেশন

 

কলকাতা: চাকরির আকাল বাজারে বাংলার ১৯ জেলায় অন্তত ৭ হাজার শূন্যপদে নিয়ে করছে বেসরকারি সংস্থা৷ জেলা ভিত্তিক শূন্যপদে নিয়োগ করবে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড নামে এই বেসরকারি সংস্থা৷ শূন্যপদে আবেদন জন্য অনলাইনে করতে হবে রেজিস্ট্রেশন৷

জেলাভিত্তিক শূন্যপদের জন্য অষ্টম শ্রেণি থেকে স্নাতক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ বেসরকারি সংস্থার মাধ্যমে পঞ্চায়েতে সেলিং অপারেটর পদে করা হবে নিয়োগ৷ শূন্যপদ রয়েছে ৬ হাজার ৮৭৮টি৷ ব্লক ম্যানেজিং অপারেটর পদে ৬৮০ জনকে নিয়োগ করা হবে৷ ডিস্ট্রিক্ট ম্যানেজিং অপারেটর পদে ৭০ জনকে নিয়োগ করা হবে৷ তিন পদের জন্য বেতন কমপক্ষে ৭ হাজার ৮২০ টাকা থেকে ৪২ হাজার ৫০০ টাকার মধ্যে৷

আবেদন করতে হবে অনলাইনে৷ বেসরকারি সংস্থার ওয়েবসাইট www.hiplopc.in-এ গিয়ে করতে হবে আবেদন৷ করতে হবে রেজিস্ট্রেশন৷ ফি বাবদ দিতে হবে ৮০ টাকা৷ ৪ এপ্রিলের মধ্যে করতে হবে আবেদন৷ মনে রাখবেন, যেহেতু, বেসরকারি সংস্থায় নিয়োগ হবে, ফলে আবেদন ও রেজিস্ট্রেশন করার আগে সংস্থার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জেনে নেওয়া জরুরি প্রার্থীদের৷ আজ বিকেল ডট কম শুধুমাত্র কর্মী নিয়োগের খবর তুলে ধরে৷ সংস্থার বিষয়ে তথ্য ও কাজের শর্ত জেনে নেওয়া প্রয়োজন৷ জানা গিয়েছে, সফল প্রার্থীদের এসএমএস কিংবা  ডাক মারফত যোগাযোগ করে নেবে ওই সংস্থা৷ নেওয়া হবে ইন্টারভিউ৷ দু’তিন মাসের মধ্যে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হতে পারে বলে সংস্থা সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =