কলকাতা: শুরু থেকেই নরেন্দ্র মোদী সরকারের নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে এসেছিল পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জাতীয় শিক্ষানীতিকে ‘তুঘলকি’ বলেও মন্তব্য করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য বিশেষ কমিটিও গঠন করেছে শিক্ষা দফতর। এরই মাঝে কলকাতার প্রসিদ্ধ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষানীতি মেনে পাঠক্রম চালু করার কথা জানিয়ে দিল৷
চলতি বছর থেকেই চার বছরের স্নাতক পাঠক্রম চালু করছে সেন্ট জেভিয়ার্স। তিন বছর স্নাতক পড়ার পর দু’বছরের এমএ ডিগ্রিও করা যাবে। আবার চার বছরে স্নাতকের পর এক বছরের এমএ কোর্সও চালু থাকবে। কোনও পড়ুয়া চাইলে চার বছরের সাম্মানিক (অনার্স) স্নাতক হওয়ার পর সরাসরি পিএইচডি-ও করতে পারবেন। ইতিমধ্যেই এই পাঠ্যক্রম সংক্রান্ত বিশদ নির্দেশ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।
গত পঁচিশে বৈশাখ কলকাতায় পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সময় তিনি দাবি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়েই জাতীয় শিক্ষানীতি তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, সেই শিক্ষানীতি মেনেই পাঠক্রম চালু করছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।
চার বছরের স্নাতকের পাঠক্রম নিয়ে এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘‘এ প্রসঙ্গে কোনও কথা বলব না। চার বছরের স্নাতক কোর্সের বিষয়ে উপাচার্যদের নিয়ে কমিটি গঠন করা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা যেতে পারে, সেই বিষয়ে এই কমিটি মত দেবে। তার পরে এই বিষয় নিয়ে বলতে পারি।’’
কথা মতো মার্চের শেষ সপ্তাহেই কমিটি তৈরি করে রাজ্য। ছয় সদস্যের কমিটির প্রধান করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে। বলা হয়েছিল, চার সপ্তাহ পর নিজেদের মতামত জানিয়ে উচ্চশিক্ষা দফতরকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি৷ এবং সেই রিপোর্টের ভিত্তিতেই জাতীয় শিক্ষানীতি নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য। কিন্তু, রিপোর্ট পেশ করার সময় পেরিয়ে গিয়েছে। সেই রিপোর্ট এখনও উচ্চশিক্ষা দফতরে পেশ করা হয়েছে কি না, সরকারি ভাবে তা স্পষ্ট নয়। তবে ঘটনাচক্রে, কমিটির অভিমত নিয়ে রাজ্য চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগেই জাতীয় শিক্ষানীতি কার্যকর করার সিদ্ধান্ত জানিয়ে দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>