দ্রুত হার্ট অ্যাটাকের জীবনদায়ী ইঞ্জেকশন পৌঁছে দিতে রাজ্যজুড়ে টেলিমেডিসিন চালু করছে পিজি

দ্রুত হার্ট অ্যাটাকের জীবনদায়ী ইঞ্জেকশন পৌঁছে দিতে রাজ্যজুড়ে টেলিমেডিসিন চালু করছে পিজি

PG Launches

কলকাতা: জেলার সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে৷ অনেক ক্ষেত্রেই জেলার হাসপাতালগুলিতে কঠিন অসুখের চিকিৎসা মেলে না৷ তবে সেই খামতি মেটাতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই টেলি-মেডিসিন পরিষেবা শুরু করেছে স্বাস্থ্য দফতর। ব্রেন-স্ট্রোকে আক্রান্ত রোগীরা যাতে দ্রুত চিকিৎসা ও বহুমূল্যে জীবনদায়ী ইঞ্জেকশন পেতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে৷ তবে এবার হৃদরোগে আক্রান্ত রোগীরা যাতে দ্রুত চিকিৎসা পেতে পারে, সেই লক্ষ্যে জেলায় জেলায় টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। গ্রামীণ বা শহরতলির বহু সরকারি হাসপাতালে এখনও হার্টের চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই৷ এই প্রকল্প চালু হলে সেখানেও শুরু  করা যাবে চিকিৎসা। সেই উদ্দেশেই এবার পিজি বা এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে হার্ট অ্যাটাকের ‘স্বাস্থ্যইঙ্গিত’ টেলিমেডিসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =