ববিতার আর্জি মেনে আদালতের নির্দেশ, একাদশ-দাদশের মেধা তালিকা প্রকাশ করল SSC

ববিতার আর্জি মেনে আদালতের নির্দেশ, একাদশ-দাদশের মেধা তালিকা প্রকাশ করল SSC

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রকাশিত হল ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের নিয়োগের তালিকা। বৃহস্পতিবার একাদশ-দ্বাদশের পূর্ণ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।  নিয়োগ দুর্নীতির গভীরে পৌঁছতেই ২০১৬ সালের একাদশ-দ্বাদশের মেধাতালিকা ও সম্পূর্ণ তথ্য প্রকাশ করার আর্জি জানিয়েছিলেন ববিতা সরকার। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ সেই আর্জি মেনে তালিকা প্রকাশের নির্দেশ দেয়৷ এর পর ডিভিশন বেঞ্চে মমলা গেলে, একই রায় বহাল রাখা হয়। সেই নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হল। মোট ৫৭৫৭ জনের নাম ও তথ্য প্রকাশ করা হয়েছে এসএসসি’র তরফে৷

বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সিবিআই তদন্তে দেখা গিয়েছে, বহু ক্ষেত্রে ওএমআর শিটের প্রাপ্ত নম্বর বদলে গিয়েছে অদৃশ্য কোনও শক্তিতে। ২০১৬-র নিয়োগের ক্ষেত্রেও তেমনই কোনও ঘটনা ঘটেছিল কি না, সেটা স্পষ্ট ভাবে জানতে চায় আদালত। এসএসসি-র তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ৫,৭৫৭ জনের নাম ছাড়াও রয়েছে স্কুল, জেলা, বিষয়েরও উল্লেখ রয়েছে।

আদালতের নির্দেশে মন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিলেন ববিতা সরকার৷ সেই আদালতের নির্দেশেই বাতিল হয় ববিতার চাকরি৷ তাঁর বক্তব্য ছিল, ওই বছর নিয়োগ হয়েছে, এমন কারও চাকরি নিয়ে যদি প্রশ্ন ওঠে, সে ক্ষেত্রে চাকরির সুযোগ পেতে পারেন ববিতা। তিনি আদালতে মেধাতালিকা ও ওএমআর প্রকাশের আর্জি জানান। রাষ্ট্রবিজ্ঞানের শূন্যপদে চাকরির জন্যই এই আবেদন ছিল তাঁর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আর্জি মঞ্জুর করে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *