কলকাতা: বেতন কাঠামো, বেতনবৈষম্য, স্থায়ীকরণ, নিয়োগ পদ্ধতি, সহ শিক্ষকসংগঠনগুলির নানান সমস্যা নিয়ে আলোচনা, আন্দোলন এমনকি সরকারি তরফেও একাধিক পদক্ষেপ গ্রহণের পরেও জটিলতা থেকেই যাচ্ছে৷ তার মূল কারণ গুলির মধ্যে একটি হলো আপার প্রাইমারি মামলায় কলকাতা হাইকোর্ট মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেও নিয়োগের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল রেখেছে৷ অপরটি হল এসএসসির চেয়ারম্যান পদ থেকে চেয়ারম্যান সৌমিত্র সরকারকে অপসারণের পর এই মুহূর্তে এসএসসির চেয়ারম্যান পদ কার্যত শূন্য৷
এদিকে ইতিমধ্যেই এসএসসি পাস করে নিয়োগের অপেক্ষা করছেন মেরিট লিস্টে থাকা পর৷ প্রায় ২৪ হাজার প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন আরও অন্তত ১৬০০ জন৷ তার সঙ্গে নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিও জোরদার হচ্ছে৷ সুতরাং সবদিক থেকেই জটিলতা বেড়ে চলেছে৷ তাই মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের সঙ্গে এসএসসি পাস করেছেন এমন প্রার্থীদের ও এবার দলবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে৷
অনশন বা অবস্থান আন্দোলন নয়, বরং সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখে পুনরায় তাঁর দৃষ্টি আকর্ষণ ও সাধারণ মানুষকে এই আন্দোলনের পাশে পেতে পদক্ষেপ হিসেবে এবার রাস্তায় নেমে পদযাত্রায় অংশগ্রহণের কর্মসূচী গ্রহণের চিন্তাভাবনাও শুরু হয়েছে৷ কর্মসূচির মধ্যে শিয়ালদা থেকে নবান্ন অথবা মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পদযাত্রায় সামিল হওয়া ছাড়াও হাইকোর্টে সাময়িক অবস্থান কর্মসূচির চিন্তাভাবনাও করা হচ্ছে৷ তবে উল্লেখযোগ্যভাবে তাদের এই আহ্বানে রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়া দেবেন বলেই আশাবাদী নিয়োগপ্রার্থীরা৷ সুতরাং আগামী দিনে শিক্ষাক্ষেত্র থেকে আরও একটি উল্লেখযোগ্য আন্দোলনের সম্মুখীন হতে চলেছে রাজ্য সরকার৷