SSB-র ১৫২২ শূন্যপদে নিয়োগ নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

চাকরিপ্রার্থীদের জন্যে আবারও সুখবর! সশস্ত্র সীমা বল বা এসএসবি'র ১৫২২ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্যে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। আবেদনকারীরা অনলাইন আবেদন জমা দিতে পারবেন। ssbrectt.gov.in এবং applyssb.com এই দুটি নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হিসাবে ২৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

 

নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সশস্ত্র সীমা বল বা এসএসবি'র ১৫২২টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্যে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। আবেদনকারীরা অনলাইন আবেদন জমা দিতে পারবেন। ssbrectt.gov.in এবং applyssb.com এই দুটি নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হিসাবে ২৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে৷

শারীরিক দক্ষতা এবং স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা সেট, ডকুমেন্ট এবং স্কিল পরীক্ষা, বিস্তারিত চিকিৎসা পরীক্ষা বা ডিএমই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে কর্মীদের। পদ অনুযায়ী কর্মীদের মাসিক বেতন ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। মহিলা এবং পুরুষ উভয় কর্মীদের নিয়োগ করা হবে মোট ১৫২২টি শূন্যপদে। এর মধ্যে ড্রাইভার কনস্টেবল পদ শুধুমাত্র পুরুষ ও কনস্টেবল আয়া শুধুমাত্র মহিলাদের জন্য রাখা হয়েছে। এক্ষেত্রে যথাক্রমে ৫৭৪ জন ও ৫ জনকে নিয়োগ করা হবে।

পাশাপাশি পরীক্ষাগার সহায়ক কনস্টেবল হিসাবে ২১ জন, ভেটেরিনারি কনস্টেবল হিসাবে ১৬১ জন, কনস্টেবল ছুতার, প্লাম্বার ও পেন্টার পদে যথাক্রমে ৩, ১ ও ১২ জন কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবল দর্জি, মুচি, মালী পদে যথাক্রমে ২০, ২০ ও ৯ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে, কনস্টেবল পদে ২৩২ জন পুরুষ এবং ২৬ জন মহিলা কর্মীদের নিয়োগ করা হবে। ওয়াশারম্যান হিসাবে ৯২ জন পুরুষ ও ২৮ জন মহিলা, নাপিত কনস্টেবল হিসাবে ৭৫ জন পুরুষ এবং ১২ জন মহিলা, কনস্টেবল সাফাইওয়ালা পদে ৮৯ জন পুরুষ ও ২৮ জন মহিলা, জলবাহী কনস্টেবল পদে ১০১ জন পুরুষ ও ১২ জন মহিলা এবং কনস্টেবল ওয়েটার পদে ১ জন পুরুষ কর্মীদের নিয়োগ করা হবে।

ড্রাইভার কনস্টেবল পদে আবেদনের জন্যে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দশম বা সমমানের পরীক্ষা পাশ করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছ্যনীয়। পাশাপাশি কনস্টেবল ল্যাব অ্যাসিস্টেন্ট পদের জন্যে পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে দশম শ্রেণি পাস হতে হবে এবং ল্যাব সহকারী কোর্সের একটি শংসাপত্র থাকতে হবে। ভেটেরিনারি পদের ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রধান বিষয় হিসাবে বিজ্ঞান নিয়ে দশম শ্রেণি বা ম্যাট্রিক পাশ করা জরুরি। কনস্টেবল আয়াদের ক্ষেত্রে আবেদনকারীদের বিজ্ঞান নিয়ে দশম শ্রেণি পাশ করার পাশাপাশি রেড ক্রস সোসাইটি থেকে প্রাথমিক চিকিৎসা পরীক্ষা পাশের শংসাপত্র থাকা আবশ্যক কিংবা সেটা না থাকলে প্রাসঙ্গিক ক্ষেত্রে 'দাই' এবং ন্যুনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, কনস্টেবল পেন্টার, কার্পেন্টার, প্লাম্বার ও অন্যান্যদের ক্ষেত্রে দশম শ্রেণি বা ওই জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে কিংবা ১ বছরের শংসাপত্র ভিত্তিক কোর্সে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইটিআইতে দুই বছরের ডিপ্লোমা থাকলেও চলবে। এই সবকিছুর বাইরে অত্যাশ্যক ভাবে প্রার্থীকে বাণিজ্য পরীক্ষা বা ট্রেড টেস্ট দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *