মুম্বই: বলিপাড়ায় স্টারকিডদের নিয়ে নিরন্তর চর্চা চলছে৷ আর তিনি যদি হন শাহরুখ-কন্যা, তাহলে আগ্রহ আরও বাড়ে বৈকি৷ খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান৷ জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবির হাত ধরেই হবে তাঁর বলিউড অভিষেক৷ গত সোমবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি এই ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। ছেলে আরিয়ান খানও কেরিয়ার গড়ার পথে পাশে পেয়েছেন বলিউড বাদশাকে৷ ছেলের পোশাক কোম্পানিকে শুরু থেকে সমর্থন করেছেন শাহরুখ। এবার মেয়ের জীবনের নতুন অধ্যায়ের শরিক হলেন গর্বিত বাবা৷
সুহানার প্রথম ছবি নিয়ে নিজের মতামতও ব্যক্ত করেছেন কিং খান৷ ছবির পোস্টার টুইট করে শাহরুখ লেখেন, ‘‘মনে পড়ে বহু বছর আগে আমি আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম। কত স্মৃতি।’’ তবে এটুকুই নয়৷। এদিন টুইটারে বেশ কিছুক্ষণ ভক্তদের প্রশ্নের মুখোমুখিও হন শাহরুখ। ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে মাঝেমধ্যেই এমনটা করে থাকেন তিনি৷ অনুরাগীদের আরও কাছে পৌঁছে যেতেই শাহরুখের এই উদ্যোগ।
Father bias and excitement will always be there but looking forward to a Zoya Akhtar film actually…. https://t.co/AbCrU5azMF
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
Father bias and excitement will always be there but looking forward to a Zoya Akhtar film actually…. https://t.co/AbCrU5azMF
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
এদিন শাহরুখকে কাছে পেয়ে এদিন এক অনুরাগী প্রশ্ন করেন, মেয়ের প্রথম ছবি মুক্তির দোরগোড়ায়। এক জন গর্বিত বাবা হিসেবে তাঁর মনের অবস্থা কেমন? প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘‘বাবা হিসেবে কিছুটা পক্ষপাতিত্ব থাকবেই। উত্তেজনাও থাকবে। কিন্তু সব মিলিয়ে জোয়া আখতার পরিচালিত একটা সার্বিক ছবির অপেক্ষায় রয়েছি।’’ শুধু মেয়ে নয়, অন্য সন্তানদের নিয়েও এদিন আলোচনা করেন বাদশা। এক অনুরাগী জানতে চান, শাহরুখ তাঁর সন্তানদের মধ্যে কোন গুণটি অবশ্যই দেখতে চাইবেন। উত্তরে বাদশা লেখেন, ‘‘অবান্তর বিষয় সহ্য করার ক্ষেত্রে ওদের যেন আমার মতো ধৈর্য থাকে।’’
আবার এক নেটাগরিক জানতে চান, ‘‘আপনার মতো জনপ্রিয়তা হয়তো আর কেউ কোনওদিন উপভোগ করতে পারবে না। এই বিষয়ে আপনার মত কী?’’ উত্তরে শাহরুখ লেখেন, ‘‘এর পিছনে আমার কঠোর পরিশ্রম কতখানি তা কেউ কোনওদিন জানতে পারবেন না…সেটাই আমি উপভোগ করি।’’ মধ্যবিত্ত পরিবার থেকে বলিউডের বাদশা, এই জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না৷ তাঁর এই দীর্ঘ সফর নিয়েও প্রশ্ন করেন এক অনুরাগী। জানতে চান এই যাত্রা কতটা কঠিন ছিল। বাদশা লেখেন, ‘‘মোটের উপর এখনও পর্যন্ত জীবন ভালই কেটেছে। দর্শক এবং বাকিরা অনেক ভালোবাসা দিয়েছেন। তাই সফরটা খুব একটা কঠিন ছিল না।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>