কলকাতার চেয়ে উষ্ণ শ্রীনগর! ২৫ বছরে এতটা গরম আগে দেখেনি ভূস্বর্গ

কলকাতা: তীব্র গরমে প্রলেপ দিয়ে মহানগরীর আকাশ ঢেকেছে মেঘে। দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু৷ রাজ্যেও জেলায় জেলায় বৃষ্টি নেমেছে৷ তাপমাত্রা কমলেও, গরম হাত থেকে নিস্তার…

কলকাতা: তীব্র গরমে প্রলেপ দিয়ে মহানগরীর আকাশ ঢেকেছে মেঘে। দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু৷ রাজ্যেও জেলায় জেলায় বৃষ্টি নেমেছে৷ তাপমাত্রা কমলেও, গরম হাত থেকে নিস্তার মেলেনি৷ এই আবহে অনেকেই কাশ্মীরে ছুটে যান ঘুরতে৷ কিন্তু, সেই কাশ্মীরই এখন কলকাতার চেয়ে উষ্ণ৷ যা শুনে চোখ কপালে অনেকেরই৷

আবহবিদরা বলছেন, গত ২৫ বছরে জুলাই মাসে এত গরম পড়েনি শ্রীনগরে। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি বেশি। পরিস্থিতি এমনই যে গত কয়েকদিন ধরে উপত্যকায় তাপপ্রবাহ চলছে। বুধবার ভূসর্গের রাজধানী শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *