লিভ ইনে নেই আপত্তি, হবু বৌমাকে দিলেন দামি উপহার, শাশুড়ি শ্রাবন্তীর থেকে কী পেলেন দামিনী?

লিভ ইনে নেই আপত্তি, হবু বৌমাকে দিলেন দামি উপহার, শাশুড়ি শ্রাবন্তীর থেকে কী পেলেন দামিনী?

srabanti

কলকাতা: ছেলের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বরাবারই একটু ভিন্ন স্বাদের। দু’জনের মধ্যে বয়সের ফারাক খুবই কম৷ তাই তাঁদের মধ্যে একটা লাবি-ডাবি কেমিস্ট্রি রয়েছে৷ টলিউডের মিষ্টি মেয়ে শ্রাবন্তী কিন্তু শাশুড়ি হিসাবেও বেশ আদুরে৷ গুরুগম্ভীর মা হয়ে ওঠার চেষ্টা কখনই তাঁর মধ্যে দেখা যায়নি৷ বরং ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষের বেশ ক্লোজ শ্রাবন্তী৷ হবু বউমাকে নিয়ে বেশ কিছু ট্রিপও করে এসেছেন ইতোমধ্যে। চুটিয়ে পার্টিও করেছেন৷ একেরবারে কুল ড্যুড মুডেই বারবার ধরা দিয়েছেন শ্রাবন্তী ৷ এবার বৌমাকে পাঠালেন দামি উপহার। সেই কথা দামিনী ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।  

প্রেম নিয়ে বরাবরই পেজ থ্রি আলো করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই বিষয়ে ছেলে ঝিনুকও খুল্লামখুল্লা৷ দামিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি তিনি৷ লুকোছাপা করেননি দামিনীও৷ এবার শ্রাবন্তীর দেওয়া বিশেষ গিফট বক্স সোশ্যাল মিডিয়ায় ওপেন করলেন ঝিনুকের প্রেমিকা৷ উপহারের ছবি ইনস্টা স্টোরিতে শেয়ারও করলেন তিনি৷ সেখানে অভিনেত্রীর নাম উল্লেখ না করলেও,  উপহারের জন্য হবু শাশু-মাকে ধন্যবাদ জানালেন দামিনী৷ 

ছবিতে দেখা গিয়েছে লাক্সারি ব্র্যান্ড গুচির একটি ব্যাগ৷ শ্রাবন্তীকে ট্যাগ করে ক্যাপশনে দামিনী লিখেছেন, ‘আমার মনের খবর রাখেন @শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটা নিয়ে বাড়ি ফিরছি।’ প্রেমিকের মায়ের কাছ থেকে সবুজ রঙের একটি টোট ব্যাগ উপহার পেয়েছেন তিনি৷ 

এই উপহারটি থাইল্যান্ডে ঘুরতে গিয়েই যে হবু বউমাকে গিফট করেছিলেন টলি কুইন, তা এক কথায় স্পষ্ট। বেড়াতে গিয়ে ছেলে ঝিনুকের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। অন্যদিকে দামিনীও সিঙ্গল ছবি পোস্ট করেন তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে৷ তাঁরা মুখে কেউ কিছু না বললেও, দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন নেটাগরিকরা৷ দামিনী তাঁর ইনস্টা স্টোরিতে বিদেশের বেশ কিছু ছবি দিয়ে জানান, জায়গাটা মিস করেছেন। যা দেখে সোশ্যাল মিডিয়ার কারবারিরা বলছেন, ঝিনুক আর হবু শাশুড়ির সঙ্গে থাইল্যান্ড ট্রিপে সফর সঙ্গী হয়েছিলেন দামিনীও। 

ঝিনুক ও দামিনী তাঁদের ভালোবাসার সম্পর্কে শিলমোহর দিয়েছেন অনেক আগেই৷ ২০২১ সালের ১ জানুয়ারি থেকেই তাঁরা অফিসিয়ালি ডেট করছেন৷ যদিও এর অনেক আগে থেকেই শ্রাবন্তীর বাড়িতে দামিনীর আনাগোনা। ঝিনুকের সঙ্গে নির্ভেজাল বন্ধুত্ব থেকেই শুরু হয়েছিল প্রেমের পথ চলা। কানাঘুষো,সেই  ২০১৭ সাল থেকেই নাকি প্রেম করছেন দামিনী আর অভিমন্যু। শ্রাবন্তী সেই সম্পর্ক মেনে নিয়েছে খুশি মনেই৷ নিজের মুখেই বলেছেন, দুজন লিভ ইন করলেও কোনও সমস্যা নেই তাঁর। 

কেরিয়ারের একেবারে শুরুর দিকে ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেই সম্পর্ক সুখের হয়নি, তবে সেই সম্পর্ক থেকেই পেয়েছিলেন জীবনের সেরা উপহার ‘ঝিনুক’। এর পরেও দু’বার ছাদনাতলায় গিয়েছেন টলি কুইন৷ কিন্তু কোনও সম্পর্কই ক্লিক করেনি৷ তবে মা হিসেবে নিজেকে বরাবরই নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। সব প্রতিকূলতার মধ্যেও ছেলের দায়িত্বে কোনও খামতি রাখেননি৷ ছেলেও মায়ের হাত ধরে রেখছেন শক্ত ভাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 19 =