‘বেহালা নিজের মেয়েকেই চায়’, পার্থর বিরুদ্ধে মমতার থিওরিই হাতিয়ার শ্রাবন্তীর

প্রার্থী ঘোষণার পরেই ছোটোবেলার পাড়ায় গিয়ে পুজো দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বেহালা: দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন, গতকাল সেই আগাম ঘোষণা বাস্তবায়িত হওয়ার পর উচ্ছ্বসিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির প্রার্থী তালিকায় নিজের নাম শোনার পরেই সোজা গিয়ে পা রাখলেন নিজের পুরোনো ‘পাড়া’ পশ্চিম বেহালায়। আর সেই সঙ্গে বলতে ভুললেন না, “বেহালা তার নিজের মেয়েকেই চায়।”

বিজেপি নেতৃত্বকে ‘বহিরাগত’ তকমা দিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান এনেছিল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বলা হয়েছিল “বাংলা তার নিজের মেয়েকেই চায়”। পশ্চিম বেহালা থেকে গেরুয়া পতাকা হাতে প্রচার শুরুর প্রথম দিন শাসকদলের সেই স্লোগানকেই বিঁধলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালাতেই ছোটো থেকে বড় হয়ে উঠেছেন তিনি। তাই নিজের ছেলেবেলার পাড়ায় প্রার্থী হতে পেরে স্বভাবতই আপ্লুত তারকা প্রার্থী।

বৃহস্পতিবার পশ্চিম বেহালার স্থানীয় এক মন্দিরে পুজো দিতে দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এরপর এলাকায় নিজের সমর্থনে দেওয়াল লিখনের তুলিও তিনি হাতে তুলে নেন। পশ্চিম বেহালায় তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ঘুঘু নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি পশ্চিম বেহালার দীর্ঘদিনের বিধায়কও বটে। এহেন প্রতিপক্ষের বিরুদ্ধেও কিন্তু জয়ের জন্য চরম আত্মবিশ্বাসী শ্রাবন্তী। আর তাঁর হাতিয়ার সেই ‘ঘরের মেয়ে’ থিওরিই। তিনি বলেন, “বিপক্ষে হেভিওয়েট প্রার্থী রয়েছে জানি, কিন্তু এখানকার বাসিন্দারা আমার সাথে থাকবেন। দলের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আমি সেই অনুযায়ী কাজ করব।” এখনও যে মাঝে মাঝেই বেহালার পর্ণশ্রীর রাস্তায় দাঁড়িয়ে তিনি ফুচকা খান, এদিন তাও মনে করিয়ে দিতে ভোলেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, এবার বেহালা পূর্বেও তারকা প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। শোভন চট্টোপাধ্যায়ের চিরাচরিত আখড়ায় এবার পদ্ম প্রার্থী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরই সহকর্মী পায়েল সরকার। তারকার জনপ্রিয়তায় ভর করে ভোট বৈতরণী পার করা যায় কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *